অনলাইনে লেখালেখি করে আয় পেমেন্ট বিকাশ ২০২৪

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ কৃপায় অনেক বেশি ভালো আছেন।
আজকে আপনাদের জন্য postsbd নিয়ে এসেছে দারুন একটি সুখবর। চাইলে আপনিও পড়াশোনার পাশাপাশি প্রতিদিন লেখালেখি করে আয় করতে পারেন (ন্যূনতম) ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
আর আজকের এই বিশেষ আয়োজন শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য।
অনলাইন ইনকাম
বলুন তো, আজ থেকে দশ বছর আগে অনলাইন থেকে টাকা ইনকাম করার বিষয়টি ঠিক যতটা কঠিন ছিল। এখন আজ ২০২৪ এ এসে কতটা সহজ হয়েছে?
হাটি হাটি পা পা করে আমাদের দেশের সন্তানেরাও আজকাল মাস শেষে একটি ভালো অঙ্কের টাকা আর্নিং করে নিচ্ছে অনলাইন থেকে। যা আজ থেকে ১০ বছর পূর্বে ভাবাই যেত না, এভাবে ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব।
কিন্তু এখন তা সত্য প্রমাণিত হয়েছে। অনলাইন এর মাধ্যমে শুধু টাকা ইনকাম নয় বরং এর মাধ্যমে স্বচ্ছলতা আসছে হাজারো পরিবারের।
অনলাইনে লেখালেখি করে আয় করবেন?
অনলাইন ইনকামের বিষয়টি অনেক আগ থেকে চলে আসলেও আমাদের দেশে তা নতুন বললেই চলে, বাংলাদেশের মানুষের দিনের পর দিন যেভাবে টেকনোলজি প্রতি আগ্রহ বাড়ছে। এই নতুনত্ব আমাদের দেশেও ১০ বছর পর আর থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আমি বলি কি অনলাইনে টাকা ইনকাম করার ক্ষেত্রে বিশেষ কিছুই প্রয়োজন হয় না, একমাত্র মেধা এবং অকাট্য পরিশ্রম ছাড়া।
কারণ আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও প্রাথমিকভাবে অনলাইন থেকে ভালো একটি আর্নিং নিয়ে আসতে পারেন।
আপনি ছেলে,মেয়ে, চাকরিজীবী,ছাত্র -ছাত্রী ,যাই হোন না কেন।এমন নয় যে আপনি প্রতিদিন অনলাইনে অযথা ২ থেকে ৩ ঘন্টা নষ্ট করেন না।
ঠিক সেই সময় টাই এবং আপনার মেধাকে যদি কোন স্কিল শেখার ক্ষেত্রে ব্যয় করেন এবং সেই স্কিল ওপর ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে কেইবা ঠেকাবে?
অনলাইন প্লাটফর্মে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। এই সেক্টরে এসে হুট করেই আমরা টাকা ইনকাম করতে চাই। এবং দিনশেষে যখন দক্ষতা এবং পরিশ্রমের অভাবে আর্নিং এর মুখ না দেখি সে ক্ষেত্রে আমরা অনলাইন ইনকাম থেকে পিছুটান দেই।
মাটি কাটতে ওতো যোগ্যতা লাগে
আসলে মাটি কাটতে ওতো যোগ্যতা লাগে, দেখবেন প্রথম দিন আপনি মাটি কেটে কখনোই নিজেকে ঠিক রাখতে পারবেন না। শুরুতে কয়েকদিন আপনার প্রচন্ড খারাপ লাগার পাশাপাশি, শরীর হাত পা তো ব্যথা করবেই।
ঠিক যখনই একটা সময় অতিবাহিত হবে এবং এটার প্রতি ভালো দক্ষতা অর্জন হবে তখন আর গায়ে লাগবে না। চাইলে দিনের পর দিন মাটি কাটতে পারবেন।
অনলাইনের বিষয়টি ও ঠিক তেমন।
আপনাকে প্রথমত সময় এবং একটি স্কিল ওপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। তারপর আপনার সামনে বিভিন্ন সহজ পদ্ধতি চলে আসবে । এবং সহজেই আপনি অনলাইন থেকে মাস শেষে ভালো একটি আর্নিং করে নিতে পারবেন।
অনলাইন থেকে ইনকাম করার সেরা ৪ টি উপায়
১। ব্লগিং (blogging) করে
ব্লগিংয়ের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করার বিষয়টি বেশ পুরাতন। চাইলে এই ব্লগিং করেও মাসে সে ভালো একটি ইনকাম করা সম্ভব।
এখন আপনার প্রশ্ন হতে পারে ব্লগিং কি ব্লগিং হলো ইন্টারনেটে আপনার ছবি ভিডিও অথবা আপনার কনটেন্ট পাবলিশ করার একটি মাধ্যম। এটি প্রাথমিক ও ব্যক্তিগত একটি ওয়েবসাইট। যা WordPress, Blogger, Tumblr, এর মাধ্যমে শুরু করা যায়।
এক কথায় বলতে গেলে ব্লগিং হচ্ছে নিজের জানা বিষয় বা মতাম আপনার টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে অন্য পাঠকদের পড়ার সুযোগ করে দেওয়া।
আপনি এই মুহূর্তে যেই লেখাটি পড়ছেন এটিও একটি ব্লগ আর্টিকেল সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ব্লগিং কি।
আপনার যদি এ বিষয়ে আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট একটি সময় ব্যয় করে , খুব সহজেই ব্লগিং থেকে টাকা আর্নিং করতে পারবেন।
এর জন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এখানে আপনি দুইটি প্রসেসে কাজ করতে পারেন।
- কিছু টাকা ইনভেস্ট করে
- একদম ফ্রি
কিছু টাকা ইনভেস্ট করে আপনি প্রথমে ডোমেন/হোস্টিং এর মাধ্যমে আপনার ব্লকিং শুরু করতে পারেন।
কিংবা একদম ফ্রি। ব্লগারের ফ্রী ডোমেন হোস্টিং এর মাধ্যমে।
২। ইউটিউবিং করে
ইউটিউবের বিষয়টি প্রায় সকলেরই পরিচিত। এখানে আপনি ভিডিও তৈরি করার মাধ্যমে টাকা আর্নিং করতে পারেন।
আপনার ব্যক্তিগত ব্লগ ভিডিও কিংবা নাটক,সিরিয়াল, কৌতুক, টিউটোরিয়াল ইত্যাদি ভিডিও মেকিং করে।
৩। ফেসবুকিং করে
ইউটিউব এবং ফেসবুক আর্নিং এর বিষয়টি প্রায় এক। তাছাড়া আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনার অনলাইন বিজনেস কে আরো চাঙ্গা করে তুলতে পারেন খুব সহজে। যেটা ইউটিউব এর তুলনায় খুবই সহজলভ্য।
কারণ আপনি চাইলেই ফেসবুকে কয়েক দিনের মাধ্যমে হাজার হাজার ফ্রেন্ড করে নিতে পারেন। সেই তুলনায় ইউটিউব কিছুটা আলাদা।
৪। ফ্রিল্যান্সিং করে
ফ্রিল্যান্সিং হল এমন একটি কাজের পদ্ধতি যেখানে আপনি নিজের দক্ষতা, কাজের যোগ্যতা এবং নিজের জ্ঞান ব্যবহার করে অন্যের জন্য কাজ করে সে কাজের বিনিময়ে গ্রহণ করা।
আমার মতে অনলাইন ইনকামের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেরা।
কারণ এখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এক কথায় ফ্রিল্যান্সিং পেশা হল সম্পূর্ণ ব্যক্তিগত একটি স্বাধীন পেশা।
এখানে কোন অফিস আদালত নেই। এমনকি রাত দিনও নেই। আপনার যখন সময় এবং সুযোগ মিলবে ঠিক তখনই মনের মত করে কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিংকে মুক্তি পেশাও বলা হয়।
ফ্রিল্যান্সিং কিছু প্লাটফর্ম
- রাইটিং
- ডিজিটাল মার্কেটিং
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন
- ভিডিও এডিটিং
উপরে উল্লেখিত সবগুলোর মাধ্যম থেকে শুধুমাত্র রাইটিং করে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। সেই বিষয় নিয়ে আলোচনা করব।
রাইটিং (লেখা লেখি) আপনি চাইলে অনলাইন থেকে লেখালেখি করে ইনকাম করতে পারেন। এবং আমাদের এই আর্টিকেলের মূল উদ্দেশ্য হলো কিভাবে আপনি রাইটিং করে টাকা ইনকাম করবেন।
অনলাইনে লেখালেখি করে টাকা ইনকাম করার প্রসেস টি হলঃ
আপনি আপনার ক্লাইন্টকে তার নির্দিষ্ট নিস (বিষয়) নিয়ে পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে দিয়ে, ভালো একটি আরনিং করতে পারেন।
সেজন্য আপনার প্রয়োজন শুধু হাতে থাকা স্মার্টফোন এবং লেখালেখির ভাল দক্ষতা মাত্র।
এর পারিশ্রমিক আপনার দক্ষতার উপর নির্ভর করে।
এই ক্ষেত্রে রয়েছে আমাদের সাথে কাজ করার বিশেষ সুযোগ। আমরা একদম নতুনদেরকেও হাতে-কলমে কাজ শিখিয়ে কাজ করিয়ে থাকি।
আপনাদের প্রশ্ন
অনলাইন থেকে ইনকাম করা আদৌ সম্ভব?
অবশ্যই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব।
এর জন্য আপনার সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন।
অনলাইন থেকে কত টাকা ইনকাম করা যায়?
অনলাইন থেকে কত টাকা ইনকাম করা যায়। তা বলা পসিবল নয়।
কারণ ন্যূনতম ১ টাকা থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকাও ইনকাম করা পসিবল।
সেজন্য প্রয়োজন হচ্ছে ভালো স্কিল অর্জন করা।
লেখালেখি করে কি টাকা ইনকাম করা যায়?
জ্বী হ্যাঁ । আপনি চাইলে অনলাইনে লেখালেখি করেও টাকা ইনকাম করতে পারেন।
লেখালেখি করে কত টাকা ইনকাম করা যায়?
আমরা শুরুতেই বলে দিয়েছি যে লেখালেখি করে টাকা ইনকাম করার ব্যাপারটি সম্পূর্ণ অভিজ্ঞতার উপর।
ধরুন আপনি প্রথম একটি চাকরিতে জয়েন করেছেন। শুরুর দিক দিয়ে আপনাকে আহামরি বেতন কিন্তু দিবে না।
অবশ্য যখন আপনার দিন দিন অভিজ্ঞতা বাড়তে থাকবে আপনার ডিমান্ড ও বাড়তে থাকবে এবং ক্রমানুসারে আপনি প্রমোশন পেতে থাকবেন।
আর্টিকেলের বিষয়টিও ঠিক তাই।
আপনারা প্রতি আর্টিকেলের কত টাকা দেন?
যদি আর্টিকেল লেখার ভালো অভিজ্ঞতা থাকে সে ক্ষেত্রে, আমরা প্রতি আর্টিকেলে ৪০০/৫০০ টাকা পর্যন্ত দিয়ে থাকি।
আমি একদম নতুন আপনাদের সাথে কিভাবে কাজ করতে পারি?
চাইলে আমাদের হয়ে কাজ করতে পারেন। এর জন্য আপনাকে প্রাথমিক একটি কোর্স করতে হবে যার নির্ধারিত ফি মাত্র ৫০০ টাকা।এবং প্রথম মাসের বেতনের সাথে ফেরত যোগ্য।
এই টাকা নেয়ার একমাত্র উদ্দেশ্য হলোঃ যেন আপনি কাজের প্রতি মনোযোগ হন এবং আর্টিকেল লেখার ভালো একটি স্ক্রিল অর্জন করতে পারেন।
আপনাদের হয়ে কাজ করার শর্ত কি?
অবশ্যই কাজের প্রতি মনোযোগী এবং নিজের মনে করে আর্টিকেল লিখতে হবে।
মাদ্রাসা ছাত্রদেরঅগ্রাধিকার
কারণ আমার ওয়েবসাইট টি সম্পূর্ণ ইসলামিক এবং মাদ্রাসা রিলেটিভ সে ক্ষেত্রে আমার ওয়েবসাইটে আমি সব সময় ইসলামিক কনটেন্ট পাবলিশ করার চেষ্টা করি। সেজন্য কওমি মাদ্রাসা ছাত্রছাত্রীরা অধিক অগ্রাধিকারী।
লেখালেখি করে যে যে সেক্টরের কাজ করা যায়
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ভালো কনটেন্ট লেখার মাধ্যমে ভিউজ পরিমানের আর্নিং করতে পারবেন।
- ফেসবুকে লেখালেখি করে আয়
ফেসবুকে এরকম অনেক প্লান্ট হয়েছে যারা আপনাকে আর্টিকেলের জন্য পে করে থাকবে, এ সমস্ত ক্লায়েন্ট বেশিরভাগ সেলিব্রেটি কিংবা ব্যস্ত মানুষ বরগড়া হয়ে থাকেন।
- পত্রিকায় লেখালেখি করে আয়
পত্রিকায় লিখে আয় করার বিষয়টি তো সবারই জানা আপনি যদি ভালো লিখতে পারেন সে ক্ষেত্রে কোন সংবাদ সংস্থার সাথে আলাপ করে তাদের সাথে আপনার ক্রিয়েটিভিটি শেয়ার করতে পারেন এবং তাদের হয়ে পত্রিকায় লেখালেখি করে আয় করতে পারেন।
শেষ কথা
লেখা লেখি করে ইনকাম এবং অনলাইনে লেখালেখি করে আয় পেমেন্ট বিকাশ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আর্টিকেল দেওয়ার চেষ্টা করেছি, এখান থেকে আপনার পছন্দের কোন কাজকে সিলেক্ট করে অনলাইন জার্নি শুরু করতে পারেন। এবং আপনার অনলাইন জার্নি শুভ হোক সেই প্রত্যাশা করছে postsbd টিম