আমার এবং ব্লগিং নিয়ে আমার আভিজ্ঞতা সম্পর্কে জানতে আগ্রহী?
আসসালামু আলাইকুম বন্ধুরা,
আমার নাম মোঃ সাদী আমি POSTSBD এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক।
আমি পেশায় একজন Student কিন্তু আবেগে Blogger
আপনি জেনে অভাক হবেন যে আমার ছোটবেলা থেকেই লেখালেখি এবং Teach (টেকনলোজি) রিলেটিভ বিষয় গুলু খুব বেশি পছন্দের। তাই আমার অল্প বয়সেই টেকনোলজি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যায়।
আমি PostsBD এর মাধ্যমে (Blogging) ব্লগিং (Seo) অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, (Google Ranking) গুগল রেংকিং এবং ( Passive Earning ) প্যাসিভ ইনকাম এর টিপস সহ Islamic Info তথা ইসলামিক মাসলা মাসায়েল, দোয়া-দরুদ, ও শিশুদের ইসলামিক নাম এবং নামাজের সময়সূচী সম্পর্কে আমার পাঠক এবং প্রত্যেক ঐ সমস্ত ব্যক্তি যারা ব্লগিং এর প্রতি উৎসাহী তাদের সাথে আমার সমস্ত শিক্ষা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে পছন্দ করি।
POSTS BD হল ব্লগিং এবং ইসলামিক তথ্য ভান্ডারের জন্য একটি অপারেটিং সিস্টেম।
আমি খুটিনাটি নামের একটি Youtube চ্যানেলের প্রতিষ্ঠাতা, সেই চ্যানেলে আমি নিয়মিত শিশুদের ইসলামিক নাম তথা শিশু ছেলে মেয়েদের আনকমন আনকমন নাম নিয়মিত দেওয়ার চেষ্টা করি।
যারা আমার জন্মস্থান সম্পর্কে জানতে কৌতুহলী তাদের জন্য বলে রাখি,আমার জন্ম কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা থানায় যা বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম বিভাগে অবস্থিত।
চলুন প্রথমে আমি কে এবং কেন আমাকে এবং Posts Bd কে অনুসরণ করা উচিৎ সে সম্পর্কে কথা বলি।
Posts Bd কতটুকু নির্ভরযোগ্য ওয়েবসাইট?
ঠিক আছে আমি ইতিমধ্যে আমার সম্পর্কে যে সংক্ষিপ্ত পরিচয় ব্যাখ্যা করেছি, আমি জানি শুধু এতটুকুর উপর ভিত্তি করে আমার দক্ষতার উপর আপনার বিশ্বাস রাখা যথেষ্ট নয়। সেই জন্য আমর সম্পর্কে আপনাকে আরো ইকটু বলি।
আমার বাংলাদেশের সর্ব বৃহত্তম ও স্বনামধন্য প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এবং দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া ফেনী ও ঢাকা জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড ডেমরা মাদ্রাসা সহ দেশের সর্ব বৃহত্তম ও স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহতে আল্লাহর রহমতে অধ্যায়নের সুযোগ হয়।
যার ফলশ্রুত আল্লাহপাক রব্বুল আলামিন আমার সম্মানিত শিক্ষক এবং আসাতিযায়ে কিরামের ইলি্মের ধনভাণ্ডার থেকে কিছু আহরণ করার সুযোগ আমাকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
কিছু প্রমাণ দরকার?
আমি POSTSBD এর আগে বেশ কিছু Youtube Channel , Facebook page/grup সহ instagram এবং QAUMIMADRASA নামে একটি ওয়েবসাইটে ইসলামিক তথ্যগুলো শেয়ার করতেছিলাম, অতঃপর POSTS BD ওয়েবসাইট টি প্রতিষ্ঠা করি।
সোশ্যাল মিডিয়া
যার মাধ্যমে মানুষ একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ ও তথ্য শেয়ার করতে পারে।
বর্তমান পৃথিবীতে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রযুক্তির মাধ্যম হিসেবে পরিচিত। এবং দিন দিন সাধারণ মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া ব্যবহারের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহার
যেমনঃ
- যোগাযোগ ও সম্পাদন
- তথ্য ও সংবাদ
- ব্রেন্ডিং এবং ব্যবসায়িক প্রচার
- সামাজিক পরিবেশ পরিবর্তন
- শিক্ষা ও জ্ঞান বিষয়ক
কিছু সোশ্যাল মিডিয়া
যেমনঃ
- ফেইসবুক
- ইউটিউব
- ইনস্টাগ্রাম
- Viber
- টুইটার
- গুগল নিউজ
আমি কেন ব্লগিং করি?
ওপরে উল্লেখিত যে সোশ্যাল প্লাটফর্ম গুলোর তালিকা দেওয়া হয়েছে, প্রায় সবগুলোতেই দেশের কিছু হক্কানী ওলামায়ে কেরাম দ্বিনি কাজ করে আসছেন। কিন্তু আমার দেখায় গুগল নিউজ এই প্লাটফর্মের কাজটা একটু ডিফারেন্ট (আলাদা) হওয়ার কারণে এই সেক্টরটিতে দ্বিনি জ্ঞান রাখেন এরকম লোক নিতান্তই কম।
আর বর্তমান সোসাইটিতে দেশের অনেক মুসলিম ভাই ও বোনেরা শরীয়তের অনেক মাসলা মাসায়েল এই প্লাটফর্মে খুজে থাকেন।
যার ফলে অনেক ক্ষেত্রে শরীয়তের বিজ্ঞ মানুষ এই সেক্টরে না থাকায় তারা ভুল মাসআলা শিকার এবং সঠিক উত্তর খুঁজে পান না।
আমি চাই আমার এই POSTS BD ওয়েবসাইট এর মাধ্যমে মুসলিম উম্মাহর সেই চাহিদা গুলোর কিছুটা হলেও পূরণ করতে। ইনশাল্লাহ।
পোস্ট বিডি এ আপনি যা পাবেন;
- What is (SEO) search engine optimization and how Google rank a website?
- Blog organic traffic and how to write a blog post with SEO?
- How to recharge keywords?
- কিভাবে ব্লগ সাইট রেঙ্ক করানো যায়?
- বাচ্চাদের ইসলামিক নাম
- নামাজের সময়সূচী
- বড়দের জীবনী
- ব্লগিং করে অর্থ উপার্জন
- কিভাবে ইউটিউব করে টাকা ইনকাম করা যায়?
- ফেসবুক মনিটাইজের মাধ্যমে টাকা ইনকাম
- প্রতিদিনের নিউজ আপডেট
প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করতে চান?
এই অফারটি শুধুমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য, আমরা ছাত্ররা প্রতিদিন অযথা ফেসবুক এবং ইউটিউবে অযথা ঘোরাঘুরি করার মাধ্যমে দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা অযথা নষ্ট করে ফেলি, এই সময়টি অযথা নষ্ট না করে চাইলে আমার ওয়েবসাইটে আপনার পোস্ট পাবলিস্ট করার মাধ্যমে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন অনায়াসে।
পোস্ট কি?
পোস্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে যেমন;
- পোস্ট(Post)
- পোস্ট(Mail)
- পোস্ট(Position)
পোস্ট(Post): বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য, ভিডিও, ছবি বা অন্যান্য কনটেন্ট শেয়ার করার একটি মাধ্যম। যা সামাজিক মাধ্যমে একটি পোস্ট আকারে তৈরি করে শেয়ার করা হয় যাতে অন্যান্য ব্যবহারকারীরা এটি দেখতে এবং মন্তব্য করতে পারেন।
পোস্ট(Mail): বলা হয় ইমেইল বা বাড়িতে প্রেরিত কোন চিঠি, ডকুমেন্ট, বা প্যাকেজ ইত্যাদি।
পোস্ট(Position): এটি কোন অবস্থান বা পদকে বোঝানো হয়, যেমন নিয়োগ পোস্ট অথবা পোস্ট অফিসার ইত্যাদি ইত্যাদি।
পোস্ট বলতে আমি প্রথমটি বুঝিয়েছি অর্থাৎ পোস্ট(Post):
আপনি যেমন করে আপনার Facebook অথবা Instagram এ সুন্দর করে ১ টি ফটো এবং কিছু লিখে আপলোড করেন । মূলত কাজ ঠিক ওইটাই।
বিস্তারিত জানতে
এই পোস্টটি পড়ুনঃ
আমাদের কিছু সোশ্যাল লিংক…
সোশ্যাল | ক্লিক করুন |
---|---|
ফেসবুকে আমি | Sadi |
ফেসবুকে POST BD | PostsBd.com |
ইনস্টাগ্রামে POST BD | POSTSBDDOTCOM |
টেলিগ্রামে POST BD | postsbd |
ইউটিউবে POST BD | postsbd |
POST BD কে Mail |