জেনে রাখুন আমি আপনি কেন গরীব?

দুনিয়াতে যত বড়লোক ব্যক্তিবর্গদের কে দেখছি তারা কেউ কিন্তু মায়ের গর্ভ থেকে বড়লোক হয়ে আসেনি আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন তাদের বড় হওয়ার পেছনে রয়েছে এক বিস্ময়কর অধ্যায় অক্লান্ত পরিশ্রম এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমেই তারা আজ এত বড় হতে সক্ষম হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি আপনাকে কেন গরিব?
আমি আপনি কেন গরীব?
আমি আপনি যে টাকা ইনকাম করি, চিন্তা করে দেখেন তো এর মধ্যে থেকে আপনি কত % নিজের সঞ্চয়ে জমা করতে পারেন? আমার তো মনে হয় মাস শেষে আপনি ৫% টাকাও নিজের সঞ্চয় জমা করতে পারেন না।
কিন্তু একজন বিচক্ষণ মানুষ কখনোই তার ইনকামের পুরো টাকা খরচ করে না। সে চিন্তা ভাবনা করে কিভাবে কিছু টাকা জমিয়ে বড় কিছু করা যায়। কারণ শুরুতেই আমরা চাইলে বড় কিছু করতে পারি না পয়সার অভাবে সেজন্য আমাদের একটু একটু করে পয়সা জমিয়ে বড় কিছু করার প্লান করতে হয়।
অনলাইনে লেখালেখি করে আয় পেমেন্ট বিকাশ
আরো একটি কারণ
আমরা গরিব হওয়ার বড় কারণ হচ্ছে আমাদের জন্ম হয়েছে গরিব ঘরে তাই আমাদের মন-মানসিকতাও গরিব। গরিব হয়ে জন্ম নেওয়াটা ভালো কিন্তু মন মানসিকতা গরিব হওয়া আদাও সমচীন নয়। আমি যদি আপনাকে সহজ ভাবে বলি।
আমি আপনি বড় হয়ে কি করবো? সেই বিষয়ে ভাবতে গেলে আমাদের মাথায় প্রথমে আসে ভালো একটি চাকরি করব কিংবা বাবার দোকানে বসবো (যদি থাকে ) অথবা কৃষি কাজ করব।
এটা আমাদের দোষ নয় আমরা বড়ই হয়েছি এরকম পরিবেশে এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় আসাটাও স্বাভাবিক।
কিন্তু অন্যদিকে উচ্চ (শিক্ষিত) ফ্যামিলির সন্তানেরা ছোট থেকেই তাদের মন মানসিকতা এরকম ভাবে গড়ানো হয় যে তাদের চিন্তা ভাবনা এরকম হয় যে, বড় হয়ে আমরা ওই জিনিস আবিষ্কার করব। অথবা অমুক প্রতিষ্ঠান গড়ব।
তাদের কখনো এরকম চিন্তা হয় না যে আমি বড় হয়ে অমুক কোম্পানির চাকরি করব। দেখুন তাদের ছোটবেলা থেকেই উদ্যোক্ত হওয়ার মন মানসিকতা তৈরি হয়ে আছে।
অন্যদিকে আমাদের অন্যের কাজ করা। অন্যের বিজনেস দেখাশোনা করা। এক কথায় নিজেকে গড়ে তোলার মতো কোনো চিন্তা ভাবনাই আমাদের আমাদের পরিবেশ আমাদেরকে শেখায়নি।
এজন্য আমাদের চিন্তাধারাকে যখনই আমরা পরিবর্তন করতে পারবো এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত এবং উদ্যোক্তা বানানোর চেষ্টা করব তখনই পারব আমরা বড়লোক হতে।
শেষ কথা
সব সময় খেয়াল রাখবেন উপার্জনের কিছু টাকা অবশ্যই সেভ করার চেষ্টা করবেন যতোটুকু পারেন, এবং সেই টাকাকে কিভাবে বৃদ্ধি করানো যায় হালাল পন্থায় তার খোঁজ করতে থাকবেন।
আপনি চাইলে আপনার টাকা এবং অন্য কারো শ্রমের মাধ্যমে নতুন অবস্থায় ছোটখাটো একটি ব্যবসায় স্টার্ট করতে পারেন কারণ সবকিছুই ছোট থেকে বড়।
এখানে অল্প টাকায় কয়েকটি বিজনেস আইডিয়া দেওয়া হল। পড়ে নিতে পারেন।