ঈদুল ফিতর 2024 কত তারিখে
এই পোস্টে ঈদুল ফিতর 2023 কত তারিখে হয়েছিল এবং ঈদুল ফিতর 2024 কত তারিখে হবে তা জানান হবে।
ঈদ আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য অনেক বড় একটি নেয়ামত। জাহিলি যুগে ও বিশেষ দিনে তারা আনন্দ উৎসব পালন করত। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুটি ঈদ তথা ঈদুল ফিতর এবং আযহা দান করেছেন।
ঈদ
عيد-ঈদ অর্থ holiday-ছুটির দিন।১ الفطر মানে ফিতরা প্রদান করা যা শরীয়তে সকল সামর্থানের জন্য ওয়াজিব করেছেন। عيد الفطر এইজন্য নামকরণ করা হয়েছে কেন না এই ঈদের আগে সাদকায়ে ফিতার আদায় করা জরুরী।
আবার عيد الفطر কে রোজার ঈদ ও বলা হয়। যেহেতু এই ঈদের আগে দীর্ঘ ৩০ দিন সিয়াম পালন করা হয়ে থাকে। ইসলাম ধর্মের প্রধান দুইটি উৎসবের মধ্যে ঈদুল ফিতর (রোজার ঈদ) অন্যতম।

ঈদুল ফিতর 2023 কত তারিখে হয়েছিল
গতবছর ২০২৩ সালে ঈদুল ফিতর (রোজার ঈদ) একুশে এপ্রিল শুক্রবার পবিত্র মাহে রমজান শেষ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২২ এপ্রিল শনিবারে। Sat, Apr 22, 2023
ঈদুল ফিতর 2024 কত তারিখে
এ বছর ২০২৪ সালে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে ১১ই মার্চ শনিবার। আর ঈদুল ফিতর ২০২৪ এর সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল।
ঈদুল ফিতর 2024 কত তারিখে?
২০২৪ সালে ঈদুল ফিতরের সম্ভবত তারিখ দশ ১০ এপ্রিল।
ঈদুল ফিতর 2023 কত তারিখে হয়েছিল?
২২ এপ্রিল শনিবারে।
রোজার ঈদ কবে ২০২৪?
আগামী ১০ এপ্রিল সম্ভাব্য।
পরিসংহার
আজকের পোস্টে ঈদুল ফিতর 2023 কত তারিখে হয়েছিল এবং ঈদুল ফিতর 2024 কত তারিখে হবে তা জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ঈদুল ফিতর ২০২৩ এবং ২৪ সম্পর্কে জানতে পেরেছেন।