খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায় ও খরচের বিস্তারিত 2024

ধরুন আপনার হাতে মাত্র একদিনের ছুটি। আর এই সময়টাতেই একটুখানি মানসিক শান্তির খোঁজে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন। যার অবস্থান ঢাকা থেকে একটু দূরে, আবার তেমন দূরে ও না।
হ্যাঁ আমি বলতে চাচ্ছি ফেনীর খুবই কাছে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের সবচাইতে সুন্দর সীতাকুন্ড খৈয়াছড়া ঝর্ণার কথা। কি নেই এই সেখানে?
উঁচু উঁচু পাহাড়, গহীন বনে উঁচু-নিচু ঝিরিপথ এবং তারই ভেতর দিয়ে বয়ে যাওয়া ঝিরিঝিরি ঝর্ণা, আর ছবির মত সুন্দর গ্রাম। যে ভ্রমণ যাত্রায় মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা বাজেট নিয়ে আপনি ঘুরে আসতে পারেন। তাই সকল প্রকার বিস্তারিত তথ্যর জন্য পুরো আর্টিকেলটি পড়ুন। কেননা আজকের আর্টিকেল আমরা তুলে ধরব।
খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত, খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায়, খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ খরচ, খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়, এক কথায় খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণের পুরো গাইড।
খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত
খৈয়াছড়া ঝর্ণার অবস্থান চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলায়। কিন্তু সহজেই চেনার জন্য অনেকেই এর লোকেশন হিসেবে সীতাকুণ্ডকে ব্যবহার করে থাকে। আপনি ঢাকা কিংবা চট্টগ্রাম যেখান থেকেই আসতে চান না কেন প্রথমেই আপনাকে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া বাজারে নামতে হবে।


খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায়
ঢাকা থেকে খৈয়াছড়ায় যাওয়ার বেশ কয়েকটি উপায় রয়েছে যেমন ট্রেন, লোকাল বাস এবং ডিরেক্ট বাস, অবশ্য বাসের তুলনায় ট্রেনের ভাড়া খুবই কম এবং লোকাল বাসের ভাড়া তুলনামূলক অনেকটা ডিরেক্ট বাস থেকে কম। সে ক্ষেত্রে আপনার সুবিধা মত যে কোন পছন্দের যানবাহন এর মাধ্যমে আপনি খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করতে যেতে পারেন।
ঢাকা টু সীতাকুন্ড ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে সবথেকে কম খরচে খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো মেইল ট্রেন। ঢাকা টু সীতাকুন্ড ট্রেনের ভাড়া মাত্র ১২০ টাকা। এই ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১০,৩০ এ ছাড়া হয়।
মেইল ট্রেনে আপনি খৈয়াছড়া ঝর্ণায় আসতে হলে ফেনী কিংবা সীতাকুণ্ড স্টেশনে। নামতে হবে এর পর ওখান থেকে লোকাল বাস কিংবা লেগুনা করে বর তাকিয়ে বাজারে আসতে হবে।

ঢাকা টু সীতাকুন্ড বাস ভাড়া
আপনি যদি কোন প্রকারের ঝামেলা ছাড়া সরাসরি খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েজ হবে বাসে করে যাওয়া। সে ক্ষেত্রে আপনি চাইলে ভিআইপি কিংবা নরমাল বাসে করেও যেতে পারেন।
আমরা প্রথমে ভিআইপি কিছু বাসের তালিকা এবং তার সময় এবং তারপর তুলনামূলক কম ভিআইপি কিছু বাসের ভাড়া এবং সময়সূচী তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন ঢাকা টু সীতাকুণ্ড সরাসরি কোন বাস নেই। আপনাকে উঠতে হবে ঢাকা টু চট্টগ্রাম বাসে এবং পথিমধ্যে সীতাকুণ্ড খৈয়াছড়া ঝর্ণার গেটের সামনে নামানোর জন্য বাস সুপারভাইজার কে বলে রাখবেন।
ঢাকা টু চট্টগ্রাম বাসের কিছু তালিকা
- গ্রীন লাইন
- হানিফ
- এনা
- সেন্টমার্টিন
- শ্যামলী
- দেশ ট্রাভেল
বাসের নাম, ভাড়া ও সময়সূচী
বাসের নাম | প্রথম ট্রিপ | শেষ ট্রিপ | ভাড়া |
---|---|---|---|
গ্রীন লাইন | 9.00 am | 11.05am | 1600 |
হানিফ | 5.00 am | 8.00 pm | 1000/1400 |
এনা | 5.30am | 7.15pm | 600/2000 |
পড়ুনঃ ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া ও সময়সূচী
চট্টগ্রাম থেকে সীতাকুন্ড ট্রেন ভাড়া
চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ট্রেন ভাড়া প্রায় 35 থেকে 40 টাকার মতো। আপনি চাইলে বাসের মাধ্যমে আসতে পারেন সেক্ষেত্রে ৪০ থেকে ৬০ টাকার মতো ভাড়া লাগতে পারে লোকাল বাসে।
সবশেষে বর তাকিয়ে বাজার থেকে খৈয়াছড়া ঝর্ণা
বড় তাকিয়া বাজার থেকে ঝরনাটির দূরত্ব প্রায় ৪,২ কিলোমিটার। এখান থেকে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে রিজার্ভ সিএনজি বা সিঙ্গেল ২০ টাকা দিয়ে কিংবা পায়ে হেঁটে ও ঝর্ণা যেতে পারেন সে ক্ষেত্রে কিছুটা কষ্ট হয়ে যাবে।
প্রশ্নোত্তর
খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত?
চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলায় খৈয়াছড়া ঝর্ণা অবস্থিত।
খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ কালে কোথায় থাকবেন?
ঝর্ণার কাছাকাছি, এমনকি বড় তাকিয়া বাজারেও থাকার কোন জায়গা নেই। তবে আপনি চাইলে আগে থেকে চেয়ারম্যান বাড়িতে বলে। সেখানে থাকার ব্যবস্থা করে নিতে পারেন।
খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ কালে কোথায় খাবেন?
ঝর্ণায় যাবার পথে আপনি অনেক হোটেল পাবেন। সেখান থেকে আপনি চাইলে মেনু দেখে অর্ডার করে খানা খেতে পারবেন কিংবা খাবারের অর্ডার করে ঝর্ণা দেখতে যেতে পারেন। পরে ঝর্ণা দেখে অর্ডারকৃত হোটেলে খেতে পারেন।
খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ খরচ কত?
ঢাকা থেকে মাত্র ১ হাজার টাকার ভিতরে এবং চট্টগ্রাম থেকে মাত্র ৫০০ টাকার মধ্যে আপনি খৈয়াছড়া ভ্রমণ করে আসতে পারবেন।
খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময় কখন?
আপনি অবশ্য খৈয়াচড়া যেতে চেষ্টা করবেন বর্ষাকালে। কেননা বর্ষাকালে ঝরনাগুলো পানিতে টয়ট্রম্ব হয়ে থাকে।
খৈয়াছড়া ঝর্ণার উচ্চতা কত?
খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপ এর উচ্চতা প্রায় ৬০ এবং দ্বিতীয় স্টেপের উচ্চতা প্রায় ৪০ এবং তৃতীয় স্টেপ এর উচ্চতা প্রায় ১২০ ফিট।
খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত?
ঝর্ণাটি নয়টি স্টেপে বাংলাদেশেরই মিরসরাই পাহাড়ে অবস্থিত।
শেষ কথা
আমরা যথার্থ চেষ্টা করেছি খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায় ও খরচের বিস্তারিত একটি গাইড আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আপনারা আমাদের আর্টিকেল এর মাধ্যমে খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণের সকল গাইড পেয়ে গেছেন।