ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া ও সময়সূচী 2024

আপনি যদি ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া কিংবা ঢাকা টু চট্টগ্রাম বাস কাউন্টার ও ঢাকা টু চট্টগ্রাম বাসের সময়সূচী সম্পর্কে জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে।
কারণ আজকের আর্টিকেলে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে আপনাদেরকে ঢাকা টু চট্টগ্রাম বাস সার্ভিস সংক্রান্ত সকল সঠিক তথ্য জানানোর চেষ্টা করেছি।
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার। যানজট কিংবা প্রাকৃতিক দুর্যোগ বাদে যেখানে পৌঁছতে সময় লাগে প্রায় ৬.৩০ থেকে ০৭ ঘন্টার কাছাকাছি। ২৭০ কিলোমিটার ভ্রমণ সঙ্গী হিসেবে পেয়ে যাবেন বেশ কয়েকটি উপায়। তার মধ্যে বিমান, ট্রেন এবং বাস অন্যতম। আজকে আমরা আলোচনা করব ঢাকা টু চট্টগ্রাম বাস অপারেটর সার্ভিস সমুহ নিয়ে।
ঢাকা টু চট্টগ্রাম বাস সার্ভিস সমূহ
ঢাকা থেকে চট্টগ্রাম এর উদ্দেশ্যে প্রতিদিন রওনা হয় অসংখ্য বাস। তার মধ্যে কিছু লোকাল এবং কিছু ডাইরেক্ট। ডাইরেক্ট বাসের তুলনায় লোকাল বাসের পরিমাণ অনেক বেশি। আমরা নিম্নে কিছু ডাইরেক্ট বাসের নাম এবং কিছু ভাল সার্ভিসের লোকাল বাসের নাম তুলে ধরার চেষ্টা করেছি।
ঢাকা টু চট্টগ্রাম ডাইরেক্টবাস সমূহ
- গ্রীন লাইন
- সোহাগ
- এনা
- স্টার লাইন
- সেন্ট মার্টিন
- দেশ ট্রাভেলস
- শ্যামলী
- হানিফ
- রয়েল কোচ
- সৌদিয়া
- লন্ডন
- আজিজ
- গ্রাম বাংলা
ঢাকা টু চট্টগ্রাম লোকালবাস সমূহ
C D M
ঢাকা টু চট্টগ্রাম বাসের সময়সূচি
আমরা নিম্নে ঢাকা টু চট্টগ্রাম বাস ছাড়ার সময় তুলে ধরেছি।
বাসের নাম | প্রথম এবং শেষ ট্রিপ |
---|---|
গ্রীন লাইন পরিবহন | 6:50/7:00am to 11:15/11:50pm |
স্টার লাইন | 5:30/am to 11:00pm |
সৌদিয়া পরিবহন | 7:30/am to 11:30pm |
সোহাগ পরিবহন | 7:00/am to 11:59pm |
শ্যামলী পরিবহন | 5:30/am to 11:45pm |
হানিফ পরিবহন | 4:00/8:30am to 11:00/11:30pm |
দেশ ট্রাভেলস | 6:50/am to 11:30pm |
রয়েল কোচ | 8:45/am to 11:55pm |
ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া
ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া গ্রীন লাইন
AC 900 taka /AC double decker 1600 taka
শ্যামলী পরিবহন বাস ভাড়া ঢাকা টু চট্টগ্রাম
non AC 680/AC1400
ঢাকা থেকে চিটাগাং সৌদি পরিবহন বাস ভাড়া
non AC 680/AC950
ঢাকা টু চিটাগাং বাস ভাড়া হানিফ পরিবহন
non AC 680/AC1400
এনা পরিবহন বাস ভাড়া ঢাকা টু চট্টগ্রাম
non AC 670/AC800
সোহাগ পরিবহন বাস ভাড়া ঢাকা থেকে চিটাগাং
AC 1400 taka /AC double decker 1600 taka/AC sleeper double decker 2000 taka
রয়েল কোচ বাসের ভাড়া ঢাকা থেকে চিটাগাং
AC 1400 taka /AC sleeper 1600taka
দেশ ট্রাভেলস ঢাকা টু চিটাগাং বাসের ভাড়া
AC 1400 taka
ঢাকা টু চট্টগ্রাম বাস কাউন্টার সমূহ
বাস নাম | কাউন্টার নাম |
---|---|
গ্রীন লাইন | কলাবাগান |
শ্যামলী | গাবতলী/আব্দুল্লাহপুর |
সৌদিয়া | আব্দুল্লাহপুর/পান্থপথ |
হানিফ | গাবতলী/কলাবাগান |
এনা | আবদুলাপুর/মিরপুর/মহাখালী |
সোহাগ | পান্থপথ |
প্রশ্নোত্তর
ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া কত
বাসের শ্রেণী ভিন্ন হওয়ার কারণে। বাড়াও কম বেশি হয়ে থাকে। লোকাল বাস এর ভাড়া ডাইরেক্ট বাঁশের তুলনায় কিছুটা কম এবং ডাইরেক্ট বাসের মধ্যেও শ্রেণী রয়েছে। যেমন এসি নন এসি। এসি বাসের ভাড়া নন এসি বাসের তুলনায় বেশি। আপনি চাইলে চট্টগ্রামে ন্যূনতম ৩০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত দিয়ে যেতে পারেন।
ঢাকা টু চট্টগ্রাম কত কিলোমিটার
অনেকেই ঢাকা টু চিটাগাং কত কিলো? তা জানতে চান। সড়কপথে ঢাকা টু চট্টগ্রাম এর দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার।
শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত ?
non AC 680/AC1400
শেষ কথা
আমরা যথার্থ postsbd র আজকের এই আর্টিকেলে চেষ্টা করেছি ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া ও সময়সূচী ২০২৩ সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ধারণা দেয়ার জন্য আশা করি আমাদের ছোট্ট আর্টিকেল এর মাধ্যমে আপনারা ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।