ধানের মাজরা পোকা দমনের কীটনাশক

ধান আমাদের বাংলাদেশের মূল খাদ্যশস্য। তবে ধান চাষ করার সময় কৃষকরা নানা প্রতিকূলতার শিকার হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো, মাজরা পোকা। যার ভয়াবহতা কৃষকের আশার আলোকে মূহূর্তেই দুঃস্বপ্নে পরিনত করতে পারে।
তবে কৃষকরা যদি ধানের মাজরা পোকা দমনের কীটনাশক সম্পর্কে জানতে পারে তাহলে এই মাজরা পোকার ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আর আজকের postsbd এর এই আর্টিকেলে আমি আপনাকে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক নিয়ে বিস্তারিত বলবো।
ধান চাষ ও মাজরা পোকা
আমাদের বাংলাদেশে সচারচর ৩ ধরনের মাজরা পোকা দেখতে পাওয়া যায়। আর সেগুলো হলো, হলুদ, কালো মাথা এবং গোলাপী। আর এই তিন ধরনের মাজরা পোকা কৃষকদের ধানের ক্ষেতকে মরুভূমি করে দিতে সক্ষম।
ভাবছেন কীভাবে মাজরা পোকা আমাদের ফসলের ক্ষতি করে?- তাহলে শুনুন… মাজরা পোকার লার্ভা ধান গাছের কান্ডের ভেতরে ঢুকে খাওয়া শুরু করে। ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে। যার ফলে ধান গাছের ডিগ পাতা মারা যায়, যাকে আমরা ‘মরা ডিগ’ বা ‘ডেডহার্ট’ বলি।
মাজরা পোকার ক্ষতিকর প্রভাব
ধান আমাদের অমূল্য খাদ্যশস্য, যেটির উপর আমাদের দেশের সকল মানুষ নির্ভরশীল। কিন্তু এই ধানের মধ্যে লুকিয়ে থাকা শত্রু হলো, মাজরা পোকা। যে পোকার আক্রমনে ধানের শীষ বের হওয়ার পর ধান ক্ষেতের সৌন্দর্য নষ্ট করে, ধানের ফলন কমে। এছাড়াও মাজরা পোকার আক্রমন একটি ধানক্ষেত কে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।
কারণ যখন একটি ধানক্ষেতে মাজরা পোকা আক্রমন করে তখন সেই ধানক্ষেতের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। মাজরা পোকার আক্রমণে ধানের শীষ সম্পূর্ণ শুকিয়ে যায়, যা ‘সাদা শীষ’, ‘মরা শীষ’ বা ‘হোয়াইট হেড’ নামে পরিচিত।
ধানে মাজরা পোকা আক্রমনের লক্ষন
ধান ফলানোর সময় মাজরা পোকা হলো সবচেয়ে বড় একটি বাধা। কারণ এই পোকার আক্রমণে ধানের উৎপাদন ব্যাহত হয়। তাই মাজরা পোকার আক্রমণের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। তাই চলুন এবার ধানে মাজরা পোকা আক্রমনের লক্ষন গুলো জেনে নেওয়া যাক।
- মাজরা পোকার লার্ভা ধান গাছের কান্ডের ভেতরে প্রবেশ করে খাওয়া শুরু করে।
- কান্ডের ভেতরে পোকা, তাদের মল দেখা গেলে বুঝতে হবে গাছে মাজরা পোকার আক্রমণ করেছে।
- কান্ডের ভেতরে পোকার আক্রমণের ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং ভেঙে যায়।
- মাজরা পোকার আক্রমণের ফলে ধান গাছের কান্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায়।
- কান্ডে ছিদ্র দেখা গেলে বুঝতে হবে পোকা বেরিয়ে গেছে।
- মাজরা পোকা পাতার উপরে বা পাতার খোলের ভেতরে ডিম পাড়ে।
- ডিমের গাদা দেখা গেলে বুঝতে হবে গাছে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে।
তো যদি আপনি আপনার ধানক্ষেতে এই ধরনের সমস্যা গুলো দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হয়ে নিবেন যে আপনার ধানক্ষেতে মাজরা পোকা আক্রমন করেছে। তাই এই আক্রমন রোধে আপনাকে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক ব্যবহার করতে হবে।
ধানের মাজরা পোকা দমনের কীটনাশক
যদি আপনার ধানক্ষেতে মাজরা পোকা আক্রমন করে তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, আপনি সঠিক কীটনাশক ব্যবহার করার মাধ্যমে সেই মাজরা পোকার আক্রমন রোধ করা সম্ভব। আর যেসব কীটনাশক মাজরা পোকা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো,
থায়োমিথোক্সাম(২০%)+ ক্লোরানিলিপ্রোল (২০%) ভিরতাকো ৪০ ডাব্লিউ জি (এপি-১৬১৮) @ ১০ গ্রাম/বিঘা অথবা কার্বোসালফান মার্শাল (এপি-৯১)/ফ্রিডম (এপি-১৭৩২) ২০ ইসি বিঘা প্রতি ২০০ মিলি হারে অথবা
কারটাপ সানটাপ (এপি-২১৭)/কেয়ার ৫০ এসপি (এপি-২৫৪) @ ২.৪ গ্রাম/লি. পানি; অথবা তাজরী ৫০ এসপি (এপি-১২১০) ১৯০ গ্রাম/বিঘা অথবা ক্লোরোপাইরিফস ডারসবান (এপি-৯৩)/ক্লাসিক (এপি-৩৪৫০) ২০ ইসি @ ১৩০ মিলি/বিঘা অথবা
ফেনিট্রথিয়ন ফেনিটক্স (এপি-৪)/সুমিথিয়ন (এপি-৫৪০)/ইমিথিয়ন (এপি-২৬১) ৫০ ইসি বিঘা প্রতি ১৩৪ মিলি হারে অথবা ফিপ্রনিল রিজেন্ট (এপি-৪৯৮)/গুলি (এপি-৭৭৯)/এনভয় (এপি-১১০২)/প্রিন্স (এপি-২১৭৯) ৫০ এসসি বিঘা প্রতি ৬৭ মিলি হারে অথবা
কুইনালফস ভাইটাল ২৫ ইসি (এপি-১৪৯১) অথবা করলাক্স ২৫ ইসি (এপি-৩৯১) @ ২০০ মিলি/বিঘা অথবা এজাডাইরাকটিন নিমবিসিডিন (এপি-৩৭৩) @ ২৭০ মিলি/বিঘা।
[তথ্যসূত্রঃ dae.ashuganj.brahmanbaria]
মনে রাখবেন, ধানক্ষেতে মাজরা পোকা দমনের ক্ষেত্রে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। আর নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
কিছুকথা
এটা সত্যি যে, মাজরা পোকার আক্রমণ ধানের ফলনকে ব্যাহত করে। তবে আপনি যদি প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনি মাজরা পোকা দমন রোধ করতে পারবেন। তাই সকল কৃষকদের উচিত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে ধানক্ষেত রক্ষা করা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।