ফ্রী ফায়ার ডাউনলোড হচ্ছে না কেন 2024

আগে এক সময় অফ লাইনের গেম গুলো খুবই পছন্দের ছিল। কিন্তু বর্তমানে যোগের পরিবর্তনের সাথে সাথে মানুষের পছন্দেরও পরিবর্তন ঘটেছে।
এখন মানুষ অফলাইন থেকে অনলাইন গেমের প্রতি বেশী আসক্ত হয়ে পড়েছে। যেমন ফ্রি ফায়ার, পাবজি, সিওসি ইত্যাদি কিন্তু তার মধ্যে ফ্রি ফায়ার অন্যতম।
কেননা বর্তমান পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গেম গুলোর মধ্য থেকে এই গেমটি অন্যতম।
আমরা অনেকেই নতুন ফ্রী ফায়ার ডাউনলোড করতে গিয়ে হিমশিম খাচ্ছি কিংবা কোন কারনে আপডেট দেয়ার ফলে পুনরায় ডাউনলোড করতে পারছিনা।
postsb র এই আর্টিকেল এর মাধ্যমে আমরা ফ্রী ফায়ার ডাউনলোড করব কিভাবে এবং ফ্রী ফায়ার ডাউনলোড প্রবলেম কেন হয়? তার সলিউশন কি? তা আপনাদেরকে দেখিয়ে দিব।
ফ্রী ফায়ার ডাউনলোড হচ্ছে না কেন
ফ্রী ফায়ার ডাউনলোড না হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে কিছু নিম্নে দেয়া হলোঃ
- আপনার নেট অনেক বেশি স্লো হলে।
- পূর্বে থেকে ডাউনলোড থাকলে।
- ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার সমস্যা হলে।
- ফ্রি ফায়ার কমিউনিটি আপনাকে ব্লক করে রাখলে।
ফ্রী ফায়ার ডাউনলোড করব কিভাবে
ফ্রি ফায়ার ডাউনলোড সমস্যা হলে বেশ কয়েকটি উপায় আপনি পুনরায় খুব সহজে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। কয়েকটি স্টেপ আমরা নিম্ন উল্লেখ করেছি।
প্রথম স্টেপ
ফ্রী ফায়ার ডাউনলোড প্রবলেম হলে সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোর টি খুঁজে বের করে অ্যাপটিতে ক্লিক করে অ্যাপ ইনফোতে ঢুকবেন।

অ্যাপ ইনফোতে ঢুকে দেখতে পাবেন বেশ কয়েকটি ফিউচার। সেখান থেকে সর্ব প্রথম storage usage লেখাতে ক্লিক করে।

Clear data এবং Clear cache দুটি অপশন দেখবেন সিম্পলি আপনি Clear data তে ক্লিক করে Clear app data করে দিবেন এমনিভাবে Clear cache তে ও সেম করবেন।

এরপর আপনি পুনরায় ট্রাই করবেন ফ্রী ফায়ার ডাউনলোড হয় কিনা? যদি হয়ে যায় তাহলে তো ভালো যদি না হয়?
দ্বিতীয় স্টেপ
প্লে স্টোরে ক্লিক করে ধরে রাখার পর অ্যাপ ইনফোতে ঢুকে আপনি permission নামেএকটি অপশন দেখবেন।

সেখান থেকে অল পারমিশন দিয়ে দিবেন।

এবার আপনি ট্রাই করবেন ডাউনলোড হয় কিনা? যদি না হয়?
তৃতীয় স্টেপ
সিম্পলি এ্যাপ ইনফো তে প্রবেশ করে। একসাথে ৩টা কাজ করবেন।
১। permission এ গিয়ে সবকিছুতে পারমিশন (allow) দিয়ে দিবেন।
.jpg)
২। storage usage এ ক্লিক করে Clear data এবং Clear cache গুলো সিম্পলি Clear app data করে দিবেন।
.jpg)
৩। force stop এ ক্লিক করে force stop করে দিবেন।

এই তিনটি কাজ করা শেষে পুনরায় ট্রাই করবেন ফ্রী ফায়ার ডাউনলোড হবে ইনশাল্লাহ।
আপনার প্রশ্ন
ফ্রী ফায়ার চালু হচ্ছে না কেন?
আমরা ওপরের যেই প্রসেস আপনাদেরকে দেখিয়েছি। সেম প্রসেস যদি ফ্রি ফায়ার এপ্স এর এ্যাপ ইনফো তে ক্লিক করে করেন ইনশাল্লাহ ফ্রী ফায়ার ও ঠিক হয়ে যাবে।
শেষ কথা
ফ্রী ফায়ার ডাউনলোড হচ্ছে না কেন এবং কিভাবে ফ্রি ফায়ার ডাউনলোড করবেন তার প্রসেস সংক্ষিপ্ত আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে।
আশা করি উল্লেখ্য বিষয়গুলো লক্ষ্য করলে আপনারা খুব সহজেই আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবেন।