মাহে রমজানের শুভেচ্ছা ও ব্যানার 2024
আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর পবিত্র রমজান মাস আবারো চলে আসলো রহমত, বরকত, নাজাত নিয়ে। আর এই শুভ মাসের শুভেচ্ছা বন্ধুদেরকে না জানালে কি হয়?
তাইতো আজ আমরা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং বিপুল পরিমাণের মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আমাদের এই আর্টিকেলে সুন্দর সুন্দর রমজানের শুভেচ্ছা কবিতা/ছন্দ/স্ট্যাটাস ও ছবিসহ রমজানের শুভেচ্ছা ব্যানার পেয়ে যাবেন।
মাহে রমজানের শুভেচ্ছা
এই শুভেচ্ছা স্ট্যাটাস গুলো খুবই জনপ্রিয় এবং পরিচিত। আপনি নির্ধীতায় এখান থেকে যেকোনো একটি পছন্দ করে আপনার টাইমলাইনে বন্ধুদের মাঝে শেয়ার করে মাহে রমজানের শুভেচ্ছা জানাতে পারেন।
- রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তাআলার নিকট মেশক-আম্বরের চেয়ে বেশী ঘ্রানযুক্ত (আল হাদিস)
- নামাজ পড়, রোজা রাখ, কালিমা পড় ভাই, তোমার আখেরের কাজ করে নাও সময় যে আর নাই। (কবি কাজী নজরুল ইসলাম)
- ফেরেশতারা ইফতার পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করেন। – আল হাদিস1১
- পবিত্র মাহে রমজানের রোজার এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। — মনিকা জনসন
- রমজানের ঐ দীপ্ত আলো লওহে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নুরের বাতি লও জালিয়ে মন তরে।
অগ্রিম রমজানের শুভেচ্ছা
রমজানের আগ মুহূর্তে অগ্রিম রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস দেয়ার জন্য নিম্নলিখিত স্ট্যাটাস গুলো দূর দূরান্ত হতে চলেছে। এই অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস গুলো দুর্দান্ত হতে চলেছে।
- প্রস্তুতি নিচ্ছেন তো! রমজান কিন্তু এসে গেলো। শুভ রমজান।
- সামনে আসছে মাহে রোজা” হালকা করব মোদের গুনাহের বোঝা” মোরা যেহেতু করেছি অনেক পাপ” এই সুযোগে আল্লাহর কাছে চেয়ে নেব মাফ” এসো বন্ধু নিয়ত করি সবগুলো রাজ রোজা রাখার” ইনশাল্লাহ।
- আমার সকল বন্ধুদের পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সকলের রোজা রাখার জন্য প্রস্তুত তো?
- রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান।
- বছর ঘুরে এলো রহমত, বরকত, নাজাতের বার্তা নিয়ে” সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের মাস কে ঘিরে”اهلا سهلا مرحبا يا ماهر رمضان
রমজানের শুভেচ্ছা কবিতা
- اهلا سهلا شهر رمضان রমজান মাসে স্বাগতম”
- বেহেশতি রং মেখে এল সিয়ামের নূর” হৃদয়ভাগের মেঘগুলো করে দিল দূর” বইলো খুশবু দ্বারা গাইলো ফেরেশতারা” আনন্দ মাতোহারা সারা জাহান”اهلا وسهلا ماهر رمضان”
- দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস” আসবে কবে সেই রমাদান ? করবো নেকের চাষ” মাফ করিবেন দয়াল প্রভূ পাহাড় সমান ভুল” এই যে ধরায় ফুটলো বুঝি ইবাদাতের ফুল”
- রমজান এলো” রমজান এলো” এলো মাহে রমজান” ঈমানের রঙে রাঙাও হে ভাই” তোমারই দিল বাগান”
- দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে” পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে”
মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার
আমরা বেশ কয়েকটি মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তুলে ধরেছি আপনার পছন্দমত ব্যানারটিতে আপনার ছবি কিংবা লোগো লাগিয়ে নিজের মত ব্যবহার করার সুবিধার্থে আমরা ছবির জায়গা খালি রেখেছে যেন খুব সহজে আপনি ইউজ করতে পারেন।
রমজানের শুভেচ্ছা কার্ড কিভাবে তৈরি করবেন?
আপনি রমজানের শুভেচ্ছা কার্ড বাজার থেকে কিনে কিংবা ঘরে বসে মাত্র দুই টাকায় বানিয়ে ফেলতে পারেন এজন্য আপনাকে দোকান থেকে ভালো মানের পেপার, কেচি এবং ঘাম প্রয়োজন। ঘরে বসে শুভেচ্ছা কার্ড বানানোর পদ্ধতির ভিডিও নিচে দেওয়া হল।
পরিসংহার
postsbd এর এই আয়োজনে আমরা মাহে রমজানের শুভেচ্ছা ও রমজানের শুভেচ্ছা ব্যানার এবং সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি আর্টিকেল দেয়ার যথাযথ চেষ্টা করেছি। এছাড়া রমজানের সময় সূচি জানতে ক্লিক করুন।