মিশকাতুল মাসাবীহ নামের অর্থ mishkatul masabih

বন্ধুরা আজ আমরা পবিত্র হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাবীহ নামের অর্থ কি তা জানবো। অনেকেই গুগলে মিশকাত কিংবা মাসাবীহ শব্দের অর্থ জানতে সার্চ করে থাকেন। আজ আমরা উভয় নামটির একত্র অর্থ এবং আলাদা আলাদা অর্থ আপনাদের মাঝে ডিসকাস্ট করব ইনশাআল্লাহ।
ভূমিকা
প্রণেতা মহিউদ্দিন আবু মোহাম্মদ হোসাইন আল বাগবি রহমাতুল্লাহি এর কিতাব মাসাবিহ গ্রন্থের বর্ধিত ও পরিশোধিত হাদিস শাস্ত্রের উল্লেখযোগ্য কিতাব গুলোর মধ্যে মিশকাতুল মাসাবি।
মাওলানা বাগবি রহমাতুল্লাহি তিনার কিতাব মাসাবীহ শাস্ত্রের মধ্যে রচনা কৃত হাদিসের সনদ এবং গ্রন্থসূত্র উল্লেখ করেননি। এমন কি মাওলানা সাহেব হাদিস গুলোকে পরিচ্ছেদে ও ভাগ করেননি। যার ফলে আল মাসাবীহ গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব হওয়া সত্ত্বেও গ্রহণযোগ্যতার ব্যাপারে অনেকটা প্রশ্নের সম্মুখীন হয়।
অতঃপর প্রণেতা ওয়ালি উদ্দিন মোহাম্মদ খতিব তিব্রিজি রহমাতুল্লাহি আলাইহি মাসাবীহ কিতাব ব্যাপক পরিশোধন করে গ্রন্থ টিকে মিশকাতুল মাসাবীহ নামে আখ্যায়িত করেন।
মিশকাতুল মাসাবীহ নামের অর্থ
مشكاة, মিশকাত শব্দের অর্থ চেরাগ (বাকি রাখার স্থান)। مصابيح, মাসাবীহ শব্দটি مصباح এর বহুবচন যার অর্থ বাতি।
একসাথে অর্থ করতে গেলে মিশকাতুল মাসাবীহ এর অর্থ দাঁড়ায় বাতিস সমূহের চেরাগ।
পড়ুন
উম্মে আইমান নামের ইসলামিক অর্থ
শেষ কথা
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করলাম মিশকাতুল মাসাবীহ নামের অর্থ কি তা নিয়ে। ইনশাল্লাহ আবার নতুন অন্য কোন আর্টিকেলে দেখা হচ্ছে।