মেঘনা গ্রুপের ইতিহাস ও পণ্যে সমুহ

মেঘনা গ্রুপের ইতিহাস
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১৯৭৬ সালে মোস্তফা কামাল প্রতিষ্ঠিত করেন। তিনি একজন দেশের অগ্রণী শিল্পপতি। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ২০২০-২১ ইং সালে ১৪ হাজার কোটি টাকা আমদানিতে দেশের শীর্ষ আমদানি কারক ছিলেন।১
সংক্ষিপ্ত ইতিহাস
১৯৯৫ ইং সনে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কন্কা পৈত গ্রামে ভূমিষ্ঠ এক ছেলের নাম মোস্তফা কামাল।
শুরুটা ভালই ছিল যখন তিনি কলেজে উঠেন বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূর হেঁটে যেতে হতো প্রতিদিন ক্লাসে।
বাবার সামর্থ্য ছিল না ছেলেকে একটি সাইকেল কিনে দেওয়ার। পরে কিছুটা জেদ করেই ঢাকাতে চলে আসেন মোস্ত সাহেব।
কয়েক বছর এদিকে সেদিকে ছোটাছুটি করে ১৯৮৯ সালে ভেজিটেবল ওয়েল এর হাত ধরে।
আজ মেঘনাঘাট ঘেঁষে ঘরে ওঠা ছোট সেই শিল্প কারখানাটি আজ ৩০ টির ও অধিক শিল্প কারখানায় পরিণত হয়েছে।
মেঘনা গ্রুপের কিছু প্রতিষ্ঠান
কামাল ট্রেডিং কোম্পানি ltd
বাগদাদ ভেজিটেবল তেল ltd
মেঘনা গ্রুপের পণ্য তালিকা
মেঘনা গ্রুপের কিছু পণ্যে সমুহঃ
- ফুলক্রিম ও ইন্সটা মিল্ক পাউডার।
- সয়াবিন ও সরিষার তেল।
- আটা
- সুজি
- চিনি
- লবণ
- ড্রিংকিং ওয়াটার
- মসুর ডাল
প্রশ্নোত্তর
মেঘনা গ্রুপের মালিকের বাড়ি কোথায়
কুমিল্লা, চৌদ্দগ্রাম, কন্কা পৈত গ্রামে।
মেঘনা গ্রুপ হেড অফিস কোথায়?
মেঘনা গ্রুপ হেড অফিসঃ House # 23, Road # 24, Gulshan-2. Dhaka-1212, Bangladesh
মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে
মোস্তফা কামাল
মেঘনা গ্রুপ কত টাকার মালিক?
প্রায় ৩০ হাজার কোটি টাকার মালিক।
মেঘনা কোম্পানির মালিকের নাম কি?
mustofa kamal (মোস্তফা কামাল)
মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে
mustofa kamal
মেঘনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান কে?
মোস্তফা কামাল (mustofa kamal)
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৭৬ সালে
শেষ কথা
আমরা চেষ্টা করেছি মেঘনা গ্রুপের সংক্ষিপ্ত ইতিহাস এবং চেয়ারম্যান ও পরিচালক সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার।
আশা করি আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনারা মেঘনা গ্রুপের ইতিহাস কি এবং মেঘনা গ্রুপের মালিকের বাড়ি এবং মেঘনার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে সে সম্পর্কে জানতে পেরেছেন।