রমজান নিয়ে কিছু কথা
রমজান তো এসেই পড়ল রমজান নিয়ে কিছু কথা না বললে কি আর হয়?
ইসলাম ধর্মের পাঁচটি বুনিয়াদের মধ্যে রমজান একটি। যার হুকুম আল্লাহ তায়ালা পবিত্র কালামে এভাবে করেছেন যে..
হে ইমানদারগণ তোমাদের উপর রোজা কে ফরজ করা হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্যও করা হয়েছিল।
সূরা বাকারা. আয়াত নাম্বার ১৮২.
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বলেন..
যে কেউ ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে।
আল হাদিস
রমজান নিয়ে কিছু কথা
মাহে রমজান মুমিনের আত্মশুদ্ধির এক বড় মাধ্যম।আল্লাহর রাসূল ওই ব্যক্তির উপর বদ দোয়া করেছেন যে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারল না।
এইজন্য রমজানের শুকরিয়া আদায়ার্থে আমাদের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে সকল খারাবি ছেড়ে দিয়ে আল্লাহর পবিত্র হুকুম সিয়াম সাধনা করা প্রয়োজন।
সঠিক কথা হল মানুষ মানেই ভুল আর মহান আল্লাহ তা’আলা ভুল করার পরেও তার প্রিয় বান্দাদেরকে তার কাছে ফিরে আসার অনেক ওছিলা দিয়ে থাকেন যার মধ্যে রমজান অন্যতম। আর সেজন্যই আমাদের মাহে রমজান কে কেন্দ্র করে আল্লাহর কাছে ফিরে আশা প্রয়োজন।
আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দিক।
একটু ভাবুন
এ বছর আপনি হয়তো রমজান পেয়েছেন, আগামী রমজান পাবেন কিনা সেটার গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? তাই চলুন সময় থাকতে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলার চেষ্টা করি।
মাহে রমজান নিয়ে কিছু কথা
মাহে রমাদান মুসলমানদের জন্য পবিত্র এবং ফজিলত পূর্ণ একটি মাস।
আহলান সাহালান মাহে রমাদান
পবিত্র মাহে রমাদান শুরু হতে আর মাত্র অল্প সময় বাকি। পূর্ণ প্রস্তুত তো?
শুভ রামাদান
সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ
সুবহানাল্লাহ
মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত।
আলহামদুলিল্লাহ
সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রামাদান মাসের জন্য অপেক্ষা করে থাকে।
اهلا سهلا يا ماهر رمضان
রমজান মাস কুরআনে ঘোষিত ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস।
শুভ রমজান
নিজেকে পরিশুদ্ধ করার মাস মাহে রমাদান।
শুভ মাহে রমজান।
রোজাদারদের মুখের দুর্গন্ধ মেশক আম্বর থেকেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
সুবাহানাল্লাহ
আসুন নিয়ত করি ইনশাল্লাহ সবগুলো রোজা রেখে রমজানের পরিপূর্ণ হক আদায় করব।
হে আল্লাহ আমাদেরকে তৌফিক দিও
রমজানের শুভ্রতা প্রতিটা মুমিনের হৃদয়ে বয়ে যাক।
প্রতিটা জিনিসের হক রয়েছে। রমজানের হক রোজা পালন করা।
পরিসংহার
আমরা পবিত্র মাহে রমজান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আশা করি আমাদের লেখা আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। এছাড়া চাইলে আপনার এরিয়ার রমজানের সময়সূচী জানতে জানতে পারেন।