রমজান নিয়ে হাদিস

ইসলামের পাঁচটি মূল বৃত্তির মধ্য থেকে রমজান অন্যতম। যার স্থান ঈমান ও নামাজ এর পরেই। আল্লাহ তায়ালা পবিত্র কালামুল্লয় এরশাদ করেন যে..
يا ايها الذين امنوا كتب عليكم الصيام
হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে।
সূরা বাকারা. আয়াত নাম্বার ১৮২.
من شهد منكم الشهر فليصم
যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন রোজা রাখে।
সূরা বাকারা. আয়াত নাম্বার ১৮৫
উল্লেখ আয়াত দুটি ধারা সুস্পষ্ট যে ঈমানদারদের জন্য মহান আল্লাহ রোজাকে অত্যাবশক করেছেন। এছাড়া পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাঃ এর রমজান নিয়ে হাদিস রয়েছে অনেক। তার মধ্যে আমরা ১০ টি হাদিস আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ।
রমজান নিয়ে হাদিস আরবি বাংলা
.عن ابي. هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে।
-বুখারী ও মুসলিম শরীফ.
.عن ابي هريره رضي الله تعالى عنه قال. قال رسول الل همن لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في اي يدع طعامه
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন. রাসুল সাঃ বলেছেন. যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল পরিত্যেক করতে পারল না এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোন প্রয়োজন নেই।
–বোখারী।
من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে নামাজ পড়বে। তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে।
-হাদীস শরীফ
من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদর এর রজনীতে নামাজ পড়বে। তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। কোন সময়ের ভিতরে
-হাদীস শরীফ
من افطر يوما من رضمان متعمدا لم يقضه أبدا طول الدهر.
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করবে সে তার সারাজীবনে ওই রোজা পূরণ করবে না।
আবী শাইবা, হাদীস : ৯৮৭৮
রমজান নিয়ে হাদিস বাংলা
হুজায়ফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবি (সা.)-কে বলতে শুনেছি, ‘মানুষের পরিবার, ধন-সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ও গুনাহর কাফফারা হলোঃ নামাজ, রোজা ও সদকা।
(বুখারি, হাদিস: ১৮৯৫)
রোজাদারের জন্য ফেরেশতারা ইফতার পর্যন্ত দোয়া করেন।
আল হাদিস।
আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজার পুরষ্কার।
আল হাদিস।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
আল হাদিস।
পরিসংহার
postsbd র এই আর্টিকেলটিতে মহানবী সাঃ এর কিছু রমজান নিয়ে হাদিস শেয়ার করেছি। আপনার এরিয়ার রমজানের সময়সূচি জানতে ক্লিক করুন।