সেহরি ও রোজার নিয়ত বাংলা | rojar niyat bangla
আগামী ১১ই মার্চ ২০২৪ ইং, রোজ সোমবার ইনশাল্লাহ বাংলাদেশে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হতে যাচ্ছে। পুরো ১১ টি মাসের দীর্ঘ অপেক্ষার প্রহর গুণার পর রহমত, বরকত, মাগফিরাত এবং ফজিলতপূর্ণ দিন নিয়ে হাজির হচ্ছে পবিত্র মাহে রমাদান। তারই প্রস্তুতি হিসেবে অনেকেই রোজার নিয়ত বাংলা উচ্চারণ সহ খোঁজ করে থাকেন।
আমরা নামাজ, রোজা থেকে নিয়ে সকল বিষয়ে আরবি নিয়ত বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসলে আরবিতে নিয়ত তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ মূলত النيه اراده القلب (নিয়ত হল অন্তরের ইচ্ছা)। তাই আপনি যেই ভাষায়ই নিয়ত করেন না কেন আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে।
অভিজ্ঞ ওলামায়ে কেরাম নিজ নিজ মাতৃভাষায় নিয়ত করাটাকেই সর্বোত্তম মনে করেন।
কারণ আমরা غير عربي (অনারব) আরবির প্রতি ধারনা কম এবং খুবই কাঁচা তাই ভুল হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, সেহেতু বাংলাতে রোজার নিয়ত নিয়ত করাই ভালো।
তবে কেউ যদি ভালোভাবে আরবিতে পারে সেটা অন্য বিষয়।
আপনার অঞ্চলের আজকের ইফতারের সময় জানুন।
রোজা
রোজা শব্দটি ফার্সি, আরবিতে বলা হয় صيام/صوم। ইসলামের পাঁচটি মূলনীতির মধ্যে صوم رمضان তথা (সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত আগ পর্যন্ত) পানাহার, পাপাচার, কামাচার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে নিজেকে বিরত রাখা। এবং তাকেই রোজা বলে।১

রোজার নিয়ত বাংলা উচ্চারণ সহ
যেহেতু আগেই বলা হয়েছে নিয়ত অর্থ মনের সংকল্প বা ইচ্ছা। সে হত আপনি আগামীকালকে যে রোজা রাখবেন তার সংকল্প মনে মনে করলেই নিয়ত হয়ে যাবে। তাছাড়া চাইলে اللهم إني اصوم غداً (আল্লাহুম্মা ইন্নি আসুমা গদান) ও পড়তে পারেন।
বাংলা অর্থ হলোঃ
হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখব।
রোজার নিয়ত
উল্লেখ্য নিয়ত টি আপনি যেকোন রোজায় করতে পারেন। তাছাড়া আমরা নিচে রমজানের রোজার নিয়ত বাংলা, নফল রোজার নিয়ত বাংলা এবং কাজা রোজার নিয়ত বাংলা আলাদা আলাদা ভাবে উল্লেখ করেছি।
রমজানের রোজার নিয়ত বাংলা উচ্চারণ
নিম্নলিখিত নিয়ত টি পবিত্র মাহে রমজানের রোজার ক্ষেত্রে করতে পারেন আরবি বাংলা উভয়টিই।
আরবি উচ্চারণঃ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণঃ
নাওয়াইতুয়ান আসুমা গদান মিনশাহরি রামাদানালমুবারাকি ফারদাললাকা ইয়াআল্লাহু ফাতাকব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিয়ুল আলিম।
অর্থঃ
হে আল্লাহ, আমি আপনার জন্য, আগামীকাল আপনার ফরজ কৃত রমজানের বরকতময় রোজা রাখছি, সুতরাং আপনি আমার রোজা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
নফল রোজার নিয়ত বাংলা উচ্চারণ
নফল রোজার নিয়ত আরবি উচ্চারণঃ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ صيام النفل يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণঃ
নাওয়াইতুয়ান আসুমা গদান মিন সিয়ামিন নাফলি ইয়াআল্লাহু ফাতাকব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিয়ুল আলিম।
অর্থঃ
হে আল্লাহ আপনার জন্য আগামীকাল নফল রোজা রাখছি, সুতরাং আপনি আমার রোজা গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্ব জ্ঞানী।
কাযা রোজার নিয়ত বাংলা
আরবি উচ্চারণঃ نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ صيام القضاء رَمْضَانَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুয়ান আসুমা গদান মিন সিয়ামিল কাজায়ি রামাদানা , ইয়াআল্লাহু ফাতাকব্বাল মিন্নি।
অর্থঃ হে আল্লাহ আমি আগামীকাল রমজানের কাজা রোজা পালন করছি সুতরাং আপনি কবুল করুন।
FAQ
রোজার নিয়ত কিভাবে করবেন?
হে আল্লাহ, আমি আপনার জন্য, আগামীকাল আপনার ফরজ কৃত রমজানের বরকতময় রোজা রাখছি, সুতরাং আপনি আমার রোজা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
সেহেরির নিয়ত কি?
আরবিঃ نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুয়ান আসুমা গদান মিনশাহরি রামাদানালমুবারাকি ফারদাললাকা ইয়াআল্লাহু।
নফল রোজার নিয়ত কিভাবে করে?
হে আল্লাহ আমি আপনার জন্য আগামীকাল নফল রোজা রাখছি।
কাযা রোজার নিয়ত কিভাবে করে?
হে আল্লাহ আমি আপনার জন্য আগামীকাল অমুক দিনের কাজা রোজা আদায় করছি। সুতরাং আপনি কবুল করুন।
পরিসংহার
postsbd এর আজকের আর্টিকেলটিতে রোজার নিয়ত বাংলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। চাইলে রমজানের সময় সূচি ২০২৪ এবং রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে পড়ে আসতে পারেন।