সৌদি আরব ভিসার সকল তথ্য 2024 – চেক – আবেদন – দাম কত?

আপনার অনেক সময় সৌদি আরব ভিসা কত প্রকার? সৌদি আরব ভিসা দাম কত 2024? এবং সৌদি আরব ভিসা সংক্রান্ত অনেক তথ্য জানতে গুগল সার্চ করে থাকেন।
আমরা আজকের এই আর্টিকেলে সৌদি আরব ভিসা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় একসাথে নিয়ে আসার যথার্থ চেষ্টা করেছি। আর্টিকেলটি পড়ে আপনি সৌদি আরবের ভিসা সম্পর্কে পূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ।
ভিসা কি?
ভিসা হল একটি দেশের অনুমোদন পত্র যা অন্য ভিন্ন এক রাষ্ট্রের নাগরিককে ওই দেশে প্রবেশ এবং অবস্থান করার জন্য দেওয়া হয়।
সৌদি আরব ভিসা কত প্রকার
অন্যসব কান্ট্রিতে সাধারণত ৫ ধরনের ভিসা হয়ে থাকলেও সৌদি আরবে রয়েছে ৬ ধরনের ভিসা। কারণ সৌদি আরব ভিসা অন্যান্য কান্ট্রির ভিসা থেকে ছোট্ট একটা পার্থক্য রয়েছে সেটা হল সৌদি আরব হজ্ব ভিসা।
সৌদি আরব ভিসা প্রকারভেদ নিম্নে দেওয়া হলঃ
- হজ্ব ভিসা
- স্টুডেন্ট ভিসা
- টুরিস্ট ভিসা
- ফ্যামিলি ভিসা
- কর্মচারী ভিসা
- বিজনেস ভিসা
সৌদি আরব ভিসা দাম ২০২৩
সৌদির ভিসার কোন নির্ধারিত দাম নেই। সৌদি অফিস থেকে ভিসা উত্তোলন করতে আনুমানিক ১৫০০ থেকে ২০০০ রিয়াল যার বাংলা টাকা ৪৪ থেকে ৫৮ হাজার টাকা লেগে থাকে। অতঃপর সেই ভিসা তারা বিভিন্ন এজেন্সি অথবা প্রবাসীদের কাছে বিভিন্ন দরে বিক্রি করে থাকে। এবং সৌদি আরব এজেন্সি বা প্রবাসী গন বাংলাদেশের এজেন্সির কাছে আবার বিক্রি করে, এভাবে তিন চার বার হাত বদল করে আমি আপনার কাছে বিশাল অংকের একটি অ্যামাউন্ট দাঁড়ায়। দালালচক্রেরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানের কাজের ভিসাতে অধিক পরিমাণের লাভ করে বিক্রি করে থাকে।
সৌদি আরব ভিসা আবেদন
- সৌদি আরবের ভিসা আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
- তারপরে যেকোনো একটি ধরন চিহ্নিত করুন।
- ক্রমানুসারে আবেদন করার প্রক্রিয়া শুরু করুন।
- তারপরে সঠিক স্থানে আপনার আবেদন ফরম জমা দিন।
- অ্যাপ্লিকেশন ট্যাক করুন। আপনি আপনার ফোনের sms মাধ্যমে ও পেতে পারেন।
যার কিছুটা ধরন এরকম।

- পরিশেষে ভিসা এপ্লিকেশন সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন।

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম। সৌদি আরব ভিসা চেকিং করতে আপনাকে বেশ কয়েকটি স্টেপ গ্রহণ করতে হবে।
প্রথম ধাপ সৌদি আরব ভিসা চেক অনলাইন।
- সৌদি আরব ভিসা চেক অনলাইন প্রথমে ভিজিট করুন এই ওয়েবসাইটটি।
- সৌদি ভিসা চেকিং ওয়েবসাইট mofasaudi এই ওয়েবসাইটের ওপরের e মেনুতে সিলেক্ট করুন যেন ইংরেজি ভাষার হয়।
দ্বিতীয় ধাপ সৌদি আরব ভিসা চেক করার নিয়ম।
- অতঃপর ছবির নেয় পেজ ওপেন হবে। সেখানে visa typee এবং আপনার যে work ধরণ টা সিলেক্ট করে ,আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
- জাতীয়তা সিলেট করুন কারেন্ট ন্যাশনালিটি।
- Visa Issuing Authority তে ঢাকা সিলেট করুন।
- ইমেজ কোড টি সঠিকভাবে লিখে সার্চ করুন।
তৃতীয় ধাপ সৌদি আরব ভিসা যাচাই করুন।
- পাসপোর্ট নাম্বার দিয়ে mofa চেক করার পর আপনার আবেদন হয়েছে কিনা তা দেখতে পারেন।
- যদি ভিসা হয়ে যায় আপনি ভিসার সকল তথ্য দেখতে পারেন।
সৌদি আরব ভিসা ওকালা চেক
ও চেক করতে উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করুন।
- এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
- অথবা এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
সৌদি আরব ভিসা প্রসেসিং খরচ
অনেকে সার্চ করে থাকেন সৌদি আরবের ভিসার প্রসেসিং ফি কত? সৌদি আরব ভিসার প্রসেসিং করতে কত টাকা লাগে? অথবা সৌদি আরব ভিসার দাম কত ইত্যাদি বিষয়ে লিখে।
আমরা এখন আলোচনা করব সৌদি আরব ভিসার প্রসেসিং খরচ কত তা নিয়ে। ভিসা প্রসেসিং এর কয়েকটি ধাপ রয়েছে যেমনঃ
- মেডিকেল খরচ সহ কম্পানি ভিসার প্রসেসিং খরচ প্রায় ৭০ হাজার টাকা লাগতে পারে।
- ড্রাইভিং ভিসা প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।
- ফ্যামিলি ভিসা প্রায় ৭০ হাজার টাকা।
- আপেল মঞ্জিল ভিসা প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।
- খাদ্য ভাবির সাথে প্রসেসিং প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
আপনার জিজ্ঞাসা
সৌদি আরব ভিসা কবে খুলবে?
১ এ মে ২০২৩ থেকে সৌদি আরব ভিসার সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে সোর্স
সৌদি আরব ভিসা দাম কত?
সৌদি আরব ভিসা দাম কোন নির্ধারিত নেই।আনুমানিক ১৫০০ থেকে ২০০০ রিয়াল যার বাংলা টাকা ৪৪ থেকে ৫৮ হাজার টাকা।
সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত?
সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কাজের ধরনের হিসেবে ৩৫০০০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত?
সর্বনিম্ন বেতন ৮০০ রিয়াল সোর্স
দক্ষ মানুষের ক্ষেত্রে ইমেইল আইদি সবচেয়ে ভালো এছাড়াও নিম্নে আরো কিছু ভালো কোম্পানির নাম দেওয়া হলোঃ
সৌদি আরব কোন ভিসা ভালো?
- আমেল মঞ্জিল
- চাওয়াক খাস
- মাজরা ভিসা
- কোম্পানি ভিসা
শেষ কথা
সৌদি আরব ভিসা কত প্রকার? সৌদি আরব ভিসা দাম কত? কতসৌদি আরব ভিসা আবেদন এবং সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ। সম্পর্কে পরিপূর্ণ একটি আর্টিকেল আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করেছি। আশা করি এই ছোট্ট আর্টিকেল আপনারা সৌদি আরব ভিসা সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য জেনে গেছেন।