উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত নাম

ভালো ফসলের জন্য উচ্চ ফলনশীল জাতের কোন বিকল্প হয় না, তাই কৃষকদের প্রয়োজন ধান খেতি করার পূর্বে উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে অবগত হওয়া।
আর তারই দিক দিয়ে হাইব্রিড এগিয়, তাই আজকে আমরা উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত নাম সমূহ আপনাদের মাঝে তুলে ধরবো। যাতে করে যে কোন পছন্দের একটি বীজ বপন করে ভালো ফসল ফলাতে পারেন।
ধান
বিশ্বের একটি গুরুত্বপূর্ণ খাদ্য ফসল ধান। যা মানব পোষণের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে পরিচিত, এবং বিশ্বে প্রায় প্রতি দেশে ধান চাষ করা হয়। তবে এটির মুখ্যতঃ অঞ্চলিকভাবে উত্তর এশিয়া এবং দক্ষিণ এশিয়া এবং এফ্রিকা এ সকল দেশে অধিকতর চাষ করা হয়।
আর এই ধানের উচ্চ ফলনশীল হাইব্রিড ও দেশি সহ বিভিন্ন উপজাত রয়েছে যা বিভিন্ন দেশের আবহাওয়া ও জমির উপর ডিপেন্ড করে চাষিরা চাষাবাদ করে থাকেন।
উচ্চ ফলনশীল হাইব্রিড ধান
বর্তমান বিশ্বে অনেক উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত রয়েছে। এই জাতগুলি কৃষি প্রযুক্তিতে উন্নত করা হয়েছে যাতে তারা আগামীতে উচ্চ ফলনশীল বীজ বপন করে অধিক লাভবান হতে পারে। আর উচ্চফলনের দিক দিয়ে হাইব্রিড অন্যতম যোগের সাথে তাল মিলিয়ে এখন হাইব্রিড কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় বীজ। নিম্নে আমরা পপুলার কিছু হাইব্রিড ধানের জাত নাম উল্লেখ করেছি যা আপনার কৃষি কাজকে সহজ করে তুলবে।
উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত নাম
কিছু উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সংক্ষেপে নিম্নে দেয়ার পাশাপাশি পিডিএফ আকারে দেওয়া হয়েছে।
- সুপার বাসমতি: এটি একটি পরিবেশবাদী ও উচ্চ ফলনশীল ধান জাত।
- সুপারব্রেড: এটি আধুনিক কৃষি প্রযুক্তিতে ভাল ফলন ও সামর্থ্য রাখে।
- আইএচটি: এটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান।
এছাড়া নিম্নে আমরা টেবিল আকারেও দিয়ে রেখেছি।
ক্রমিক নং | অনুমোদিত জাতের নাম | উৎস | আমদানিকারক | অনুমোদিত অঞ্চল | অনুমোদনের তারিখ ও সভা |
---|---|---|---|---|---|
০১ | আলোক-৬২০১ | ভারত | এ সি আই লিমিটেড | সকল অঞ্চল | ৪০ তম সভা-০৯/০৯/৯৮ |
০২ | লোকনাথ-৫০৫ | ভারত | ম্যাকডোনাল্ড প্রাঃ লিঃ | সকল অঞ্চল | ৪০ তম সভা-০৯/০৯/৯৮ |
০৩ | অমরশ্রি-১ | ভারত | ভারত গ্যাঞ্জেস পেভোঃ কর্পোঃ | সকল অঞ্চল | ৪০ তম সভা-০৯/০৯/৯৮ |
০৪ | সি এন এস জি সি-৬ | চীন | মল্লিকা সীড কোং | সকল অঞ্চল | ৪০ তম সভা-০৯/০৯/৯৮ |
০৫ | IAHS-100-001 | ভারত | আফতাব বহুমুখী ফার্ম লিঃ | সুগন্ধি জাত হিসাবে সকল অঞ্চল |
৪৫ তম সভা-১৭/৯/০০ |
০৬ | ব্রি হাইব্রিড ধান-১ | ইরি | ব্রি, গাজীপুর | যশোর ও বরিশাল | ৪৮ তম সভা-৮/৭/০১ |
০৭ | জে এফ-৩১ | চীন | আফতাব বহুমুখী ফার্ম লিঃ | ঢাকা, রাজশাহী ও রংপুর |
৪৯ তম সভা-১২/৯/০১ |
০৮ | জে এফ-৩৭ | চীন | আফতাব বহুমুখী ফার্ম লিঃ | যশোর ও ময়মনসিংহ | ৪৯ তম সভা-১২/৯/০১ |
০৯ | হীরা ৯৯-৫ | চীন | সুপ্রিম সীড কোং লিঃ | পুনঃ ট্রায়ালের মাধ্যমে সকল অঞ্চল |
১১.০৯.০১,৪৯তম, ১৩.১০.০৩,৫৩ সভা ও ২৩.০৭.০৫, ৫৮ সভা |
১০ | রাইচার-১০১ | চীন | চেন ক্রপ সায়েন্স লিঃ | ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও যশোর |
২৭.১১.০২, ৫১তম সভা ২৭.১০.০৫, ৫৯তম সভা |
হাইব্রিড ধানের জাত নাম pdf

নিচের পিডিএফে প্রায় ১৫০ প্লাস হাইব্রিড ধানের জাত নাম দেয়া হয়েছে চাইলে দেখতে পারেন।
শেষ কথা
আমাদের পুরো আর্টিকেলটি ফলো করলে আপনি হাইব্রিড ধানের জাত নাম সহ উচ্চ ফলনশীল ফসলের খুঁটিনাটি নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হোক তাহলে আজকের জন্য এই আর্টিকেলটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।