হোমনা পোস্ট কোড এবং খুঁটিনাটি বিষয়াদি
আপনার অনেকেই হোমনা পোস্ট কোড জানতে গোগোল করে থাকেন। যেমনটা আজকে আপনি করেছেন। আপনাদের সুবিধার্থে কুমিল্লা হোমনা পোস্ট কোড কি এবং প্রয়োজনীয় আরো কিছু তথ্য নিয়ে আমরা আজকের আর্টিকেলটি সাজিয়েছি।
পোস্ট কোড
পোস্ট কোড হল কোন নির্দিষ্ট স্থানে ডাক প্রেরণ করার জন্য ব্যবহৃত একটি সংখ্যা বা কোড।
হোমনা
হোমনা উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি থানার নাম। যা ১৯০৫ সালে দাউদকান্দি উপজেলা থেকে বিভক্ত হয়ে উন্নীত হয়।
বর্তমান হোমনা থানা টি ১ টি পৌরসভা এবং ৯ টি ইউনিয়ন পরিষদ সমন্বয়ে গঠিত।
হোমনা উপজেলার ইউনিয়ন সমূহ
- হোমনা পৌরসভা
- মাথাভাঙ্গা
- জয়পুর
- ঘাড়মোড়া
- দুলালপুর
- চান্দেরচর
- ভাসানিয়া
- আসাদপুর
- নিলখী
হোমনা পোস্ট কোড
৩৫৪৬
প্রয়োজনীয় বিষয়াদি
হোমনা উপজেলা চেয়ারম্যান
অন্য থানার বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম।
হোমনা থানার সংসদ সদস্য
মজিব স্যার
হোমনা উপজেলার আয়তন
132.79 বর্গ কিলোমিটার
হোমনা উপজেলার দর্শনীয় স্থান
হোমনায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে দরিচর বিল যা হোমনা থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত।
কানাই সাহার জমিদার বাড়ি যা রাম কৃষ্ণপুর গ্রামে অবস্থিত।
এছাড়াও রয়েছে মাথাভাঙ্গা ব্রিজ ও রামকৃষ্ণপুর y ব্রিজ।
যাতায়াত
হোমনা উপজেলায় যাতায়াতের বেশ কয়েকটি মাধ্যমে রয়েছে তার মধ্যে ঢাকা টু হোমনা বাস স্ট্যান্ড কিংবা চট্টগ্রাম টু গৌরীপুর বাস স্ট্যান্ড অতঃপর সিএনজি কিংবা বাসে করে হোমনা।
শেষ কথা
আমরা হোমনা উপজেলার পরিচয় সহ খুঁটিনাটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমাদের ক্ষুদ্র আর্টিকেলে হোমনা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন।
পড়ুনঃ