ওযুর ফরজ কয়টি ও ওযুর নিয়ম বাংলা।

অজুতে কিছু এমন মৌলিক বিষয় রয়েছে, যেগুলো ছুটে গেলে আমাদের অজু হবে না। চাই ভুলে হোক কিংবা ইচ্ছাকৃত। সেজন্য আপনি যদি ওযুর ফরজ কয়টি এবং ওযুর নিয়ম। জানতে চান সে ক্ষেত্রে আজকে আর্টিকেলটি শুধুই আপনার জন্য। কারণ আমরা আজকের postsbd র আর্টিকেল টি তৈরি করেছি কিভাবে অজু করতে হয় অর্থাৎ অজু করার তরিকা নিয়ে।
ওযুর ফরজ কয়টি
ওযুতে ৪ ফরজ। যদি কেউ ইচ্ছাকৃত কিংবা ভুলে এই চারটি ফরজের কোন একটিকে ছেড়ে দেয় তাহলে তার অজু হবে না। পুনরায় অজু করতে হবে। আমরা নিম্নে ওযুর ফরজ কয়টি ও কি কি বিস্তারিত দেওয়া হল।
১. সমস্ত মুখ ধৌত করা।
ওযুর প্রথম ফরজ হলো পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। আব্দুল ইবনে মাসুদ রাঃ থেকে হাদিসটি এসেছে, তিনি এইভাবে অজু করলেন যে, তিনি তিনার মুখমন্ডল ধৌত করলেন। কুলি করলেন। নাকে পানি দিলেন। উভয় হাত ধৌত করলেন। মাথা মাসে করলেন। উভয়পা ধৌত করলেন। অথবা তিনি বললেন আমি নবী সাঃ কে এই রূপ ওযু করতে দেখেছি। {বুখারী শরীফ হাদিস নং ১৪২}
২. কোনইসহ দুই হাত ধৌত করা।
হাদীস শরীফে এভাবে বর্ণিত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুখমন্ডল ধৌতকরার পর দুই হাতের কনুই সহ ধৌত করেছেন।{বোখারী ১৬৪ /১৮৫}
৩. মাথা মাসেহ করা।
হাদিসের বর্ণিত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাই সালাম দুই হাতের আঙ্গুল ভিজিয়ে এই রূপমাথা মাসে করতেন যে, তিনার দুই হাতের আঙ্গুল একসাথে মিলিয়ে মাথার অগ্রভাগ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত নিয়ে যেতেন এবং পুনরায় ঘাড় থেকে পূর্বের স্থানে নিয়ে আসতেন , যেখান থেকে শুরু করেছেন। {বোখারী ১৮৫}
৪. টাখনু সহ অভয় পা ধৌত করা।
{মুসলিম শরীফ ২৪৬ নং হাদিস} এভাবে বর্ণিত রয়েছে যে উভয় পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের টাকনো সহ ধৌত করতে হবে।
পড়ুনঃ পুরুষ ও নারীদের ওযু ভঙ্গের কারণ সমূহ
ওযুর নিয়ম।
নিম্নে ফরজ, সুন্নত এবং মুস্তাহাব সমন্বিত কিভাবে পূর্ণাঙ্গ অজু করতে হয়। তা তুলে ধরা হলোঃ
১. ওযুর শুরুতে নিয়ত করব {সুন্নত}
২. ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়বো {সুন্নত}
৩. দুই হাতের কব্জি সহ তিনবার ধোবো {সুন্নত}
৪. তিনবার মিসওয়াক করবো {সুন্নত}
৫. তিনবার কুলি করব {সুন্নত}
৬. তিনবার নাকে পানি দেব {সুন্নত}
৭. সম্পূর্ণ মুখ তিনবার ধৌত করব {সুন্নত}
৮. উভয় হাতের কোনইসহ তিনবার ধৌত করব {সুন্নত}
৯ .উভয় হাতের আঙ্গুল খিলাল করব {সুন্নত}
১০. পুরো মাথা একবার মাসেহ করব {সুন্নত}
১১. কান মাসে করব {সুন্নত}
১২. গলা মাসে করব (মুস্তাহাব)
১৩. উভয় পায়ের টাখনু সহ তিনবার ধৌত করব {সুন্নত}
১৪. উভয় পায়ের আঙ্গুল খিলাল করব {সুন্নত}
প্রশ্নোত্তর
ওযুর ফরজ কয়টি কি কি?
ওযুর ফরজ চারটিঃ
সমস্ত মুখ ধৌত করা।
কোনইসহ দুই হাত ধৌত করা।
মাথা মাসেহ করা।
টাখনু সহ অভয় পা ধৌত করা।
ওযুর ফরজ ও সুন্নত কয়টি?
ফরজ চারটি/সুন্নত ১৪ টি
সর্বশেষ
আমরা যথার্থ চেষ্টা করেছি ওযুর ফরজ কয়টি ও ওযুর নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গ একটি আর্টিকেল আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের পোস্টটি পড়ে আপনি পূর্ণাঙ্গভাবে ওযু করা শিখে গেছেন।