বাংলাদেশের সেরা ১০ টি ফিড কোম্পানির তালিকা

আসসালামু আলাইকুম সম্মানিত খামার বাঁশি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভাল আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সেরা ১০ টি ফিড কোম্পানির তালিকা এবং কোন কোম্পানির ফিট সবচেয়ে ভালো সে বিষয়টি নিয়ে।
আসলে ফিড কোম্পানিতে বর্তমানে অনেকটা প্রতিযোগিতাই চলছে। নতুন গ্রাহকরা ফিড কিনতে গিয়ে নিয়মিত হিমশিম এবং প্রতারণার শিকার হচ্ছে।
তাই আজ আমরা বাংলাদেশের সেরা ১০ টি ফিড কোম্পানির তালিকার পাশাপাশি জানবো সেরা ফিডস কোম্পানিগুলোর মোবাইল নাম্বার ইনশাল্লাহ।
আসলে বাংলাদেশের প্রায় ১০০+ ফিড কোম্পানি রয়েছে। তার মধ্যে এক এক কোম্পানি একেক দিক দিয়ে গুণগত মান দিয়ে সেরা। তবে মনে রাখবেন ব্র্যান্ডের ফিডগুলো সারা বাংলাদেশেই চলে। আর লোকাল ফিডগুলো কিছু কিছু জায়গায় চললেও খামারিদের পছন্দ দিনশেষে ব্যান্ডের ফিডই।
তবে অনেক ক্ষেত্রে দেখা যায় লোকাল ফিডগুলো তাদের ব্র্যান্ডিং করার জন্য প্রাথমিক অবস্থায় গুণগতমান খুবই চমৎকার রাখে।
লোকাল ফিডগুলো মুরগির দাম কমলে তারা মানগত ফিডের মধ্যে কম বেশি করে থাকে। কিন্তু ব্র্যান্ডের ফিড সবসময় তাদের কোয়ালিটির প্রতি খেয়াল রাখে। যেহেতু ব্র্যান্ডের ব্যাপার-স্যাপার।
বাংলাদেশের সেরা ১০ টি ফিড কোম্পানির তালিকা
- নারিশ
- আফতাব
- প্রভিটা ফিড এন্ড হ্যাচারি
- আর আর পি এগ্রো ফার্ম
- সিপি
- ইয়ন
- পদ্মা
- ফ্রেশ
- কোয়ালিটি ফিডস
ফিড কোম্পানির নাম্বার
আপনার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে ফিড কোম্পানির নাম্বার গুলো খুজে থাকেন। তারই ধারায় আমরা ওপরে উল্লেখিত ফিডস কোম্পানির নাম্বার গুলো আপনাদের মাঝে তুলে ধরব।
- নারিশ ফিড কোম্পানির নাম্বার ঃ ০১৭১৩২৬৫৭০০
- আফতাব ফিড কোম্পানির নাম্বার ঃ ০১৭৫৫৫৭৯৩৯৫
- প্রভিটা ফিড কোম্পানির নাম্বার ঃ ০১৭১৩১৮৯০৬৮
- আর আর পি ফিড কোম্পানির নাম্বার ঃ ০১৭১২৬৮১৭৭৫
- সিপি ফিড কোম্পানির নাম্বার ঃ ০১৭১৩১৬৩১৭
- ইয়ন কোম্পানির নাম্বার ঃ ০১৭২৯০৭৬৮২০
- পদ্মা ফিড কোম্পানির নাম্বার ঃ ০০১৭১৩০১২১৪০
- ফ্রেশ ফিডস কোম্পানির নাম্বার ঃ ০১৭১৩০১৫৮৪৪
- কোয়ালিটি ফিডস কোম্পানির ঠিকানাঃ উত্তরা ৪/রোড নং ৭
কোম্পানির ফিডস নাকি লোকাল ফিডস কোনটি কিনবেন
মনে রাখবেন সাধারণত ব্র্যান্ডের ফিডস ছাড়া গুণগত মানটা তেমন ভালো হয় না। যা বলছিলাম যারা নতুন কোম্পানি খুলে তারা প্রথম প্রথম মাঠে ভালো কিছু নিয়ে আসে।
দেখা যায় মুরগির বাজার যখন খারাপ যায়। ব্র্যান্ডের ফিডস কোম্পানিগুলো কোয়ালিটি ধরে রাখলেও লোকাল কোম্পানিগুলো গুণগত মানটি কিছুটা কমিয়ে আনে।
আমরা জানি জানি মুরগি এবং গরুর ক্ষেত্রে ফিডস এর ভিন্নতা রয়েছে। আপনারা চাইলে মুরগি ও গরুর জন্য কোন ফিড ভালো হবে তা ক্লিক করে জেনে নিতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য
আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক মনে করেন ভালো মানের বাচ্চা নিয়ে খারাপ খাওয়ানো যায়। সাবধান তা কখনোই করবেন না।
অবশ্যই ভালো মানের বাচ্চার জন্য উন্নত মানের খাবার খাওয়াবেন। তাতে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। এক্ষেত্রে দেখা যায় আপনার ওষুধ লাগবে কম। বাচ্চা মরবে কম।
দেখবেন
এমন কিছু রোগ আছে যা আপনি ধরতে ও পারেননি কিন্তু ফিডের গুণগত মানের কারণে বাচ্চা ভালো হয়ে গেছে। কিন্তু আপনি তা ধরতে পারেননি। এমনটা অনেক হতে পারে এবং এরকমটাই হয়।
দেখা যায় কারোর বাচ্চায় ডাক্তার বলেছে রানীক্ষেত হয়ে বসে রয়েছে। কিন্তু সে বুঝতে ও পারেনি কখন ভালো হয়ে গেছে। আসলে এসব ফিডের গুণগত মানের কারণে এরকমটা হয়ে থাকে।
ব্র্যান্ডের ফিডস
আমি সবসময় সাজেস্ট করব সব সময় ব্র্যান্ডের ফিডস খাওয়ানোর চেষ্টা করবেন যদিও দামটা একটু বেশি হয়।
তবে মাথায় রাখবেন বাচ্চা যাতে যদি ছোট হয় তাহলে যত ব্র্যান্ডের খাবারই খাওয়ান না কেন সেই বাচ্চা কখনো বড় হবে না।
এজন্যই বলি ভালো মানের বাচ্চাকে ভালো মানের খাবার খাওয়ান ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন।
ব্র্যান্ডের ফিডস দাম
আসলে বর্ধমান পরিস্থিতিতে নির্দিষ্ট করে দাম বলা সম্ভব না তবে ব্র্যান্ডের ফিডগুলো বাকিতে কিনলে গায়ের মূল্যের থেকে ৫০ টাকা ১০০ টাকা কম হলে ভালো হয়। আর নগদে কিনলে ২০০ থেকে ২৫০ টাকা কম হলে ভালো।
এই সবগুলো ডিলারের উপর নির্ভরশীল কিছু ডিলার স্বল্পমূল্যে এবং কেউ কেউ অনেক লাভ করে বিক্রি করে থাকেন। তবে বাকি এবং নগদের পার্থক্য একটা থেকেই থাকে।
শেষ কথা
আজকের আর্টিকেল জুড়ে বাংলাদেশের সেরা ১০ টি ফিড কোম্পানির তালিকা গুলো জানান দেওয়ার চেষ্টা করেছি।
ইনশাআল্লাহ নতুন কোন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানান দেওয়া হবে। আজকের জন্য আপনি ভালো থাকুন এবং আপনার খামারি পশুদেরকে গুণগত খাবার খাইয়ে ভালো রাখুন।