বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা ২০২৪ – Best Madrasa In BD
আজকে আমরা postsbd আর্টিকেলের মাধ্যমে শেয়ার করব বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা সমূহ, বাংলাদেশের সেরা কওমি ও আলিয়া মাদ্রাসার তালিকা সমূহ এবং বাংলাদেশের সেরা ক্যাডেট মাদ্রাসার তালিকা সমূহ ও Best Madrasa In BD সম্পর্কে ইনশাআল্লাহ।
আপনি হয়তো নিজের জন্য অথবা আপনার সন্তানের জন্য ভালো মাদ্রাসার নাম অনুসন্ধান করছেন তাই না? তাহলে আজকের এই আর্টিকেলটি একমাত্র আপনার জন্য।
মাদ্রাসা
(মাদ্রাসা, madrasa, مدرسة ) শব্দটি এক বচন তার বহুবচন হলো (مدارس) মূল বর্ণ (د رس) যার অর্থ হল পাঠ, বিদ্যালয়,স্কুল। মাদ্রাসা হচ্ছে মুসলমানদের গবেষণাগার এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।
চলমান মাদরাসা আবার দুই ধরনের কওমি ও আলিয়া মাদ্রাসা।
কওমি মাদ্রাসা
কওমি মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাত এর মূলনীতি আদর্শ ও মতে, পথে অনুসরণে এক ইসলামীক শিক্ষাকেন্দ্র। কওমি মাদ্রাসা সম্পূর্ণ বেসরকারি শিক্ষাব্যবস্থা যার কার্যক্রম সাধারন মুসলমানের অনুদানে হয়ে থাকে।
আলিয়া মাদ্রাসা
ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয় এক ইসলামীক শিক্ষাকেন্দ্র কে আলিয়া মাদ্রাসা বলে। এবং এই শিক্ষাকে উপমহাদেশের এক প্রাচীন শিক্ষা পদ্ধতি হিসেবে বিবেচিত করা হয়।
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা সমূহ
বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা
- দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী (কওমি)
- জামেয়া রশিদিয়া ফেনী (কওমি)
- বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ (কওমি)
- আল জামিয়া ইসলামিয়া পটিয়া (কওমি)
- বাইতুল উলুম ঢালকানগর (কওমি)
বাংলাদেশের সেরা আলিয়া মাদ্রাসার তালিকা
- তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (আলিয়া)
- সরকারি মাদ্রাসা,ই আলিয়া (আলিয়া)
- ছারছীনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা (আলিয়া)
- খুলনা আলিয়া মাদ্রাসা (আলিয়া)
- গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (আলিয়া)
বাংলাদেশের সেরা ক্যাডেট মাদ্রাসার তালিকা
- তাহফিজুল কোরআন
- তানজিমুল উম্মাহ
- ইবনে কাসির
- বেগম মসজিদ চাঁদপুর
বাংলাদেশের সেরা মহিলা মাদ্রাসার নাম
- জাতীয় মহিলা মাদ্রাসা রামপুরা
- আল-মানার মহিলা মাদ্রাসা মিরপুর
- ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসা কাজলা
- হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা লালবাগ
- আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কুমিল্লা মুগারচর
- মাহমুদিয়া মহিলা মাদ্রাসা সাইনবোর্ড
মাদ্রাসাগুলোর সংক্ষিপ্ত পরিচয়
মইনুল ইসলাম হাটহাজারী
১৯০১ সালে আব্দুল ওয়াহেদ বাঙ্গালি, হাবিবুল্লাহ কুরাইশী, আজিজুর রহমান এবং আব্দুল হামিদ রহঃ এর কর্তৃক প্রতিষ্ঠিত এক কওমি মাদ্রাসার নাম। দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। যাকে সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা বলা হয়। অবস্থান চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায়। শিক্ষক ১০০+ শিক্ষার্থী ৮০০০ আনুমানিক। সোর্স
রশিদিয়া ফেনী
১৯৯৪ সালে মুফতি শহিদুল্লাহ সাহেব দাঃবাঃ কর্তিক ফেনী কালিদাস পাহালিয়া নদীর তীরে প্রতিষ্ঠিত একটি কওমি মাদ্রাসার নাম জামেয়া রশিদিয়া ফেণী। সংক্ষেপে রশিদিয়া মাদ্রাসা বলা হয়। যাতায়াত বাংলাদেশের যে কোন প্রান্ত হতে ফেনী মহিপাল, অথবা ফেনী সদর টাংগ রোড, থেকে রশিদিয়া মাদ্রাসা। শিক্ষার্থী ৬৫০০+ শিক্ষক ১৬০ প্রায়। (২০২৩) । সোর্স
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ
১৯৯১ সালে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহঃ কর্তৃক বাংলাদেশের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত এক কওমি মাদ্রাসার নাম বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ। যাকে সংক্ষেপে বসুন্ধরা মাদ্রাসা বলা হয়। সূত্র
জামিয়া ইসলামিয়া পটিয়া
১৯৩৮ সালে মাওলানা আজিজুল হক রহঃ কর্তৃক চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় প্রতিষ্ঠিত এক কওমি মাদ্রাসার নাম আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। সংক্ষেপে বলা হয় পটিয়া মাদ্রাসা। মাদ্রাসাটির প্রাক্তন নাম জমিরিয়া কাসেমুল উলুম। শিক্ষক ১৫০ শিক্ষার্থী ৫০০০+ সোর্স
বাইতুল উলুম ঢালকানগর
১৯৮৯ সালে মাওলানা জাফর আহমদ দাঃবাঃ কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসার নাম বাইতুল উলুম ঢালকানগর। সংক্ষেপে ডালকনগর মাদ্রাসা। অবস্থান ঢালকানগর, ঢাকা। প্রতিবছর এই মাদ্রাসা বেফাকুল মাদারিসিল কওমিয়ার বোর্ড পরীক্ষায় দূর দূরান্ত রেজাল্ট করে। এবং বেফাকের হাই ফলাফলের দিক দিয়ে বাংলাদেশের এক নাম্বার মাদ্রাসা বলা চলে।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা
১৯৬৩ সালে যাত্রাবাড়ী মিরহাজিরবাগ কাজীবাড়িতে মোঃ ইউসুফ আলী সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত এক আলিয়া মাদ্রাসা। সংক্ষেপে তামিরুল মিল্লাত মাদ্রাসা বলা হয়। ছাত্র সংখ্যা ১৬০০০ প্রায়। তাদের দুইটি ক্যাম্পাস রয়েছে পুরুষ এবং মহিলা। মহিলা ক্যাম্পাসটি অবস্থিতঃ মাতুয়াইল, ডেমরা, বাদশা মিয়া রোড ঢাকা। সোর্স।
মাদ্রাসা,ই আলিয়া
১৭৮০ খ্রিস্টাব্দ কলকাতা এবং ১৯৪৭ ইং আরফানেজর রোড, বকশী বাজার,ঢাকায় জেনারেল ওয়ারেনহোস্টিংস কর্তৃক প্রতিষ্ঠিত এক আলিয়া মাদ্রাসার নাম ঢাকা মাদ্রাসা,ই আলিয়া। মাদ্রাসাটি প্রথমে ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হলেও অতঃপর ১৯৪৭ সালে ঢাকায় স্থানান্তর করা হয়। শিক্ষক ১৩। সোর্স
ছাড়ছিনা মাদ্রাসা
১৯১৫ খ্রিষ্টাব্দ আল্লামা নেসারুদ্দিন রহঃ কর্তিক পিরোজপুর, নেছারাবাদ উপজেলায় প্রতিষ্ঠিত এক আলিয়া মাদ্রাসার নাম ছারছীনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। সংক্ষিপ্ত নাম ছাড়ছিনা মাদ্রাসা। অধ্যক্ষ মাওলানা সাঈদ শরাফত আলী। শিক্ষ.৪৭ শিক্ষার্থী ৩০০+ সোর্স
খুলনা আলিয়া মাদ্রাসা (আলিয়া)
১৯৫২ সালে খুলনা সিটি কর্পোরেশন, খুলনার ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এক আলিয়া মাদ্রাসার নাম খুলনা আলিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটিকে প্রথমে ১৯৫২ সালে স্থাপন করা হলে ও ১৯৬৬ সালে পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত হয়। এটা একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী প্রায়.১৪০০+ সোর্স
গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
১৯৮২ সালে গোলাম মোস্তফা সাহেব কর্তৃক মোহাম্মদপুর ঢাকায় প্রতিষ্ঠিত এই আলিয়া মাদ্রাসার নাম গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ঠিকানা জহুরী মহল্লা, মোহাম্মদপুর ,ঢাকা। শিক্ষ.৫০ শিক্ষার্থী ৩০০০ প্রায় সোর্স
পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ টি কওমি মাদ্রাসা সম্পর্কে
জানুনঃ কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ
আপনার প্রশ্ন সমূহ
ইসলামী মাদ্রাসা কি?
মাদ্রাসা হল মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি?
সবচেয়ে বড় মাদ্রাসার নাম হাটহাজারী মাদ্রাসা। সোর্স উইকিপিডিয়া।
বাংলাদেশে এক নাম্বার মাদ্রাসা কোনটি?
দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা।
বাংলাদেশের কওমি মাদ্রাসার সংখ্যা কত?
প্রায় ১৯১৯৯ টি সোর্স উইকিপিডিয়া
আলিয়া মাদ্রাসা বলতে কি বুঝায়?
আলিয়া মাদ্রাসা বলতে বুঝানো হয় ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয় এক সরকারি ইসলামীক শিক্ষাকে।
ইসলামের ইতিহাসে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মাদ্রাসার নাম কি
সাফা উইকিপিডিয়া
বাংলাদেশের সেরা মাদ্রাসা কোনটি?
হাটহাজারী মাদ্রাসা।
পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা কোনটি?
দারুল উলুম দেওবন্দ ভারত।
ক্যাডেট মাদ্রাসার খরচ কেমন?
ক্যাডেট মাদ্রাসার খরচ আবাসিক এবং অনাবাসীদের ক্ষেত্রে ভিন্ন হয়। আবাসিক আনুমানিক ২৫০০ থেকে ৩০০০+ টাকা। অনাবাসিক শুধু বেতন দিতে হয়। বেতন আনুমানিক প্রায় ৮০০ থেকে ১০০০+ টাকা পর্যন্ত হতে পারে।
বিশ্বের প্রথম মাদ্রাসা কোনটি?
সাফা সোর্স
আলেম হতে কত বছর সময় লাগে?
এটা কয়েকটা ধাপে হতে পারে। যেমন আপনি যদি শুরু থেকে নিয়ে নূরানী হেফজ বিভাগ এবং কিতাব বিভাগ complete এর মাধ্যমে আলেম হোন সে ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর লাগতে পারে (কমবেশি হতে পারে) আর সাধারণত কওমি মাদ্রাসায় শুধু ডিগ্রি নিতে ১০ বছর সময় লাগে। আর আলিয়াতে মাস্টার্স কমপ্লিট করতে প্রায় ১৫ বছর সময় লাগবে। সোর্স বিবিসি নিউজ
সর্বোপরি
আমরা যথাযথ চেষ্টা করেছি বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা সমূহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আমাদের এই ছোট্ট আর্টিকেলটি আপনাদের পড়ে ভালো লেগেছে। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই postsbd সাথেই সাথেই থাকুন ধন্যবাদ।