কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ 2024 -পুরুষ ও মহিলা
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক POSTSBD আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজ আপনাকে পরিচয় করিয়ে দিব কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ এবং কওমি মাদ্রাসার সিলেবাস সমূহের সাথে ইনশাআল্লাহ।
কওমি মাদ্রাসা কি ও কেন
মহান স্রষ্টা পথ ভোলা মানুষের রাহনুমায়ের জন্য সর্বশেষ দিকনির্দেশনা হিসেবে অবতীর্ণ করেছেন পবিত্র আল-কোরআন। আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ধারায় তারই রূপায়ণ হয়েছিল যথার্থভাবে। সেই আলোকেই নবী মুহাম্মদ (সাঃ) গড়ে তুলেছেন সাহাবায়ে কেরামের সুমহান জামাতকে।
এবং তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে গিয়েছেন যে হক, সত্য পন্থী ও হক্কানিয়াতের অনুসারী, নাজাত প্রাপ্ত তারাই, যারা সকল ক্ষেত্রে আমি ও আমার সাহাবীরা যে পথে চলেছে সে পথে নিজেদেরকে পরিচালিত করবে এবং সেই পথটি কে দৃঢ়ভাবে গ্রহণ করবে। সেই জামাতই পরিচিত লাভ করেছে আহালুস সুন্নাহ ওয়াল জামাত নামে।
হযরত সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত একটি জামাত দৃঢ় যত্নের সাথে সেই পথটি অনুসরণ করে আসছে। এই ধারার উত্তরাধিকারী হযরত আইম্মায়ে কেরাম, মুজাদ্দেদীন, ফুকাহা মুহাদ্দিসীনে কেরাম ও সুলাহায়ে উম্মত অত্যন্ত বিশ্বস্ততার সাথে নির্লস সাধনা, সীমাহীন ত্যাগ ও মোজাহেদার মাধ্যমে এই দ্বীন ইসলামকে হেফাজত ও ইশা,আত করে গিয়েছেন। সকল ঝড়ঝাপটা প্রতিকূলতার মুখেও হক ও হাক্কানিয়াতের পতাকাকে সমুন্নত রাখার জন্য যুগের পর যুগ তারা জীবন বাজি রেখে সংগ্রাম করে গেছেন।
তারই ধারাবাহিকতায় পাক ভারতে ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষা পদ্ধতির সূচনার মাধ্যমে কওমি মাদ্রাসার গোড়াপত্তন হয় এবং ১৯০১ সালে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ও কওমি মাদ্রাসার শিক্ষার সূত্রপাত ঘটে।
কওমি মাদ্রাসার সিলেবাস সমূহ
কওমি মাদ্রাসার শ্রেণীগুলোকে জামাত বলা হয়। বর্তমান কওমি মাদ্রাসার পাঠ্য বইগুলি দুইটি সিলেবাসে বিদ্যমান রয়েছে।
- দরসে নেজামী
- মাদানী নেসাব
দরসে নিজামী যেখানে সিলেবাসের আয়তভুক্ত সকল কিতাবাদীর দরস একটি লম্বা সময় ধরে দেওয়া হয়। (যার সময়সীমা প্রায় ১৪ থেকে ১৬ বছর হয়ে থাকে)
বিশেষ দ্রষ্টব্য কওমি মহিলা মাদ্রাসার সিলেবাস ঠিক তাই।
মাদানী নেসাব যেখানে সিলেবাসের আয়তভুক্ত কিতাবাদীর দরস অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হয়।
সে ক্ষেত্রে মাদানী নেসাব শিক্ষার্থীদের পড়ালেখার চাপ দরসে নেজামীর শিক্ষার্থীদের তুলনায় একটু বেশি।
কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি (দরসে নেজামী -পুরুষ ও মহিলা )
কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি প্রথমত ৪ প্রকার
- নূরানী বিভাগ (মক্তব)
- নাজেরা বিভাগ
- হিফজ বিভাগ
- কিতাব বিভাগ
নূরানী বিভাগ
এই বিভাগে শিক্ষার্থীদেরকে ৩ বছর বুনিয়াদি শিক্ষা তথা কালিমা, নামাজ, মাসনুন দোয়া প্রাথমিক আরবি এবং বাংলা গণিত ও ইংরেজির প্রাথমিক পাঠদান করা হয়।
নাজেরা বিভাগ
নাজেরা বিভাগে শিক্ষার্থীদেরকে মহাগ্রন্থ আল কোরআন সহিশুদ্ধ তিলাওয়াতের নিয়ম কানুন সম্পর্কে পাঠ দান করা হয়। যেমন মাখরাজ, মদ-গুন্নাহ ও আনুষাঙ্গিক বিষয়াদি।
হিফজ বিভাগ
হিফজুল কুরআন বিভাগে শিক্ষার্থীদের কে পবিত্র আল কোরআন মুখস্ত করা ও করার পদ্ধতি সম্পর্কে শিক্ষাদান করা হয় এবং হিফজ বিভাগ থেকেই হাফেজ গন বের হন।
কিতাব বিভাগ
এই বিভাগের মাধ্যমেই কওমি মাদ্রাসার শিক্ষাক্রমের সুউচ্চ শিক্ষার ধাপ শুরু হয়। এবং কিতাব বিভাগের পড়াশোনার মাধ্যমেই একজন ইসলামিক স্কলার বা আলেমে উপনীত হন।
কওমি মাদ্রাসার জামাতের নাম সমূহ (দরসে নেজামী)
নূরানী ও নাজেরা বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস শেষ করে, চাইলে হিফজ বা কিতাব বিভাগে ভর্তি হতে পারে। অথবা হিফজ বিভাগ শেষ করার পর ও কিতাব বিভাগে ভর্তি হতে পারে।
কিন্তু কিতাব বিভাগ শেষ করে হিফজ বিভাগ পড়াটা শিক্ষার্থীদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয়।
যাই হোক চলুন এবার কওমি মাদ্রাসার জামাতের নাম গুলো জেনে আসি (দরসে নেজামী)
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ ( দরসে নেজামী-পুরুষ ও মহিলা )
কওমি পুরুষ ও কওমি মহিলা মাদ্রাসার জামাতের নাম সমূহ সেম এক, এই জন্য আলাদাভাবে ভাগ করেনি, তবে কিছু কিছু মহিলা মাদ্রাসায় কিছুটা ডিফারেন্ট হয়ে থাকে।
১/ নূরানী বিভাগ
- প্রথম শ্রেণি
- দ্বিতীয় শ্রেণি
- তৃতীয় শ্রেণি
২/ নাজেরা বিভাগ
৩/ হিফজ বিভাগ
৪/ কিতাব বিভাগ
কিতা বিভাগ চতুর্থ শ্রেণী থেকে শুরু
- চতুর্থ ইবতেদাইয়িয়্যা (উর্দু বিভাগ)
- পঞ্চম (তাইসির)
- সপ্তম (মিজান)
- অষ্টম (নাহবেমীর)
- নবম (হেদায়েতুন্নাহ)
- দশম (কাফিয়া)
- একাদশ (শরহে জামি)
- দ্বাদশ (শরহে বেকায়া)
- ত্রয়ােদশ (জালালাইন)
- চতুর্দশ (মিশকাত)
- পঞ্চদশ (দাওরায়ে হাদিস) {স্নাতকোত্তর}
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ ( মাদানী নেসাব-পুরুষ ও মহিলা )
মাদানী নেসাব মূলত সাত বছরের একটি পরিপূর্ণ কোর্স। এখানে আলাদাভাবে কোন শ্রেণি ধরা হয় না। শিক্ষার্থীদের কে বর্ষ হিসাব করতে হয়।
মাদানী নেসাবের ক্লাস সমূহের নামঃ
- প্রথম বর্ষ
- দ্বিতীয় বর্ষ
- তৃতীয় বর্ষ
- চতুর্থ বর্ষ
- পঞ্চম বর্ষ
- ষষ্ঠ বর্ষ
- সপ্তম বর্ষ (দাওরায়ে হাদিস) {স্নাতকোত্তর}
- অষ্টম বর্ষ (ইসলামি আইন গবেষণা বিভাগ)
কওমি মাদ্রাসার কিতাব সমূহ (দরসে নেজামী – নূরানী
নিম্নে কওমি মাদ্রাসার কিতাব সমূহের নাম (কওমি মাদ্রাসার ক্লাস রুটিন) দেওয়া হলঃ
নূরানী প্রথম শ্রেণী
- বাংলা* (আদর্শ-বর্ণমালা)
- গণিত* (আদর্শ গণিত শিক্ষা ১ম ভাগ)
- ইংরেজি* (MY English Reader Part-1)
- আরবী* (এসো ইসলামী কায়দায় আরবী শিখি (১ম-২য় খণ্ড)তাহজিব)
- নাজেরা* (নূরানী কায়দায় ও আদইয়ায়ে মাসনুনাহ)
- হাতের* (লেখা শিক্ষক কর্তৃক নির্ধারিত)
নূরানী দ্বিতীয় শ্রেণি
- বাংলা* (আদর্শ বাংলা শিক্ষা ২য়)
- গণিত* (আদর্শ গণিত শিক্ষা ২য়)
- ইংরেজি* (MY English Reader Part-2)
- আরবী* (শিশুর সওগাত ও ইশরুনা দরসান)
- কুরআন* (ক) সূরা কারীয়া পর্যন্ত মুখস্ত (ক) আমপারা নাজেরা শেষ পর্যন্ত
- ইসলামিয়াত ও উর্দু* তা’লীমুল মাসাইল,নামায শিক্ষা এবং উর্দু কায়দা।
- সমাজ
- হাতের* (লেখা শিক্ষক কর্তৃক নির্ধারিত)
নূরানী তৃতীয় শ্রেণি
- বাংলা* (বাংলা শিক্ষা ৩য় ভাগ)
- গণিত* (আদর্শ গণিত শিক্ষা ৩য় ভাগ)
- ইংরেজি* (MY English Reader Part-3)
- আরবী* (আল-কেরাতুল আরাবিয়াহ ১ম)
- কুরআন* (ক)কুরআন নাজেরা ৮ পারা (খ)সূরা আদ-দোহা পর্যন্ত মুখস্ত
- ইসলামিয়াত*
- হাতের* (লেখা শিক্ষক কর্তৃক নির্ধারিত)
- ইতিহাস*
- উর্দু *উর্দু কায়দা
কওমি মাদ্রাসার সিলেবাস কিতাব
চতুর্থ ইবতেদাইয়িয়্যা (উর্দু বিভাগ)
ইবতেদাইয়িয়্যা জামাতের কিতাবসমূহ
- বাংলা
- গণিত
- ইংরেজি
- আরবী
- কুরআন
- ইসলামিয়াত
- হাতের
- ইতিহাস
- উর্দু
- গ্রামার
- তাহজিব
পঞ্চম (তাইসির)
তাইসির জামাতের কিতাব সমূহ
- বাংলা ও ব্যাকরণ
- গণিত
- ইংরেজি ও গ্রামার
- আরবী*(এসো আরবী শিখি ১ম)
- কুরআন
- ইসলামিয়াত*(তা’লিমুল ইসলাম ৪র্থ)
- হাতের
- ইতিহাস
- তাহজিব
সপ্তম (মিজান)
- বাংলা
- গণিত
- ইংরেজি
- ইতিহাস
- তাজবিদ
- ছরফ*মীযানুল ছরফ/ইলমুছ ছরফ
- সফওয়াতুল মাছাদির
- বাকুরাতুল আদব
- এসো আরবী শিখি ২
- মশকে কুরআন
- মশকে কুরআন
অষ্টম (নাহবেমীর)
নাহবেমীর জামাতের কিতাবসমূহ
- বাংলা
- গণিত
- ইংরেজি
- নাহবেমীর
- শরহেমিয়াতে আমেল
- সীরাতে খাতামুল আম্বিয়া
- ইলমুছ ছরফ
- কিতাবে আরবী শিখব ১/৪
- রওজাতুল আদব
- মালাবুদ্দা মিনহু
নবম (হেদায়েতুন্নাহ)
হেদায়েতুন্নাহ জামাতের কিতাবসমূহ
- হেদায়াতুন্নাহু
- যাদুত্তালিবীন
- তরজমায়ে কুরান-১-১০
- ইলমুছ ছীগাহ
- সাহিত্য সগাত-৮ম শ্রেণী
- তাইসিরুল মানতিক
- কুদুরী
- উসুলুশ শাশী
দ্বাদশ (শরহে বেকায়া)
শরহে বেকায়া জামাতের কিতাবসমূহ
- তরজমায়ে কুরআন ১-১৫
- কাফিয়া
- দুরুসুল বালাগাত
- আত তারীক ইলাল ইনশা
- নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
- শরহে বেকায়া ১-২ খণ্ড
চতুর্দশ (মিশকাত)
মিশকাত জামাতের কিতাবসমূহ
- মিশকাত শরীফ ১-২ খণ্ড
- হেদায়া ৩-৪ খণ্ড
- আকীদাতুত তাহাবী
- নুখবাতুল ফিকার
- তাহরিকে দেওবন্দ
পঞ্চদশ (দাওরায়ে হাদিস) {স্নাতকোত্তর}
দাওরায়ে হাদিসের কিতাবসমূহ
- বুখারী শরীফ ১-২
- মুসলিম শরীফ ১-২
- আবু দাউদ শরীফ ১-২
- তিরমিযী শরীফ ১-২
- নাসাঈ শরীফ
- ইবনে মাযাহ শরীফ
- তাহাবী শরীফ
- মুয়াত্তা ইমাম মুহাম্মাদ (রহঃ)
আপনার জিজ্ঞাসা
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ কি কি?
কওমী মাদ্রাসার জামাত সমূহর নাম হলোঃ
নূরানী
নাজেরা
হিফজ
উর্দু
তাইসির
মিজান
নাহবেমীর
হেদায়াতুন্নাহু
কাফিয়া
শরহেজামী
শরহে বেকায়া
হেদায়া
মিশকাত
দাওরা
কওমি মাদ্রাসার সিলেবাস
কওমি মাদ্রাসার সিলেবাস দুইভাবে বিভক্ত
দরসে নেজামী
মাদানী নেসাব
বিস্তারিত আলোচনা আমাদের আর্টিকেলে করা হয়েছে।
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ আরবিতে
نوراني
نزيرا
حفظ
الأوردو
تيسير
ميزان
نبهمير
هداياتوناهو
كافية
شارهجامي
شاريه بقايا
هداية
مشكاة
الدورة
মিজান কোন ক্লাস কে বলে?
ষষ্ঠ শ্রেণীর সমমান ক্লাস কেই মিজান বলা হয়।
শেষ কথা
প্রিয় পাঠক, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ এই আর্টিকেলটি আপনার কাছে তুলে ধরার জন্য। আমাদের এই পোস্টে কওমি মাদ্রাসার সিলেবাস এবং দরসে নেজামী ও মাদানী নেসাবের পরিপূর্ণ ধারণা দেওয়া হয়েছে। আশা করি আমাদের আর্টিকেলটি পড়ে অনেক কিছু জানতে পেরেছেন।