আলিয়া ও কওমি মাদ্রাসার পার্থক্য
আসসালামু আলাইকুম আজ আমরা এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যার কৌতুহল আমাদের অনেকেরই কাজ করে।
তা হল আলিয়া ও কওমি মাদ্রাসার পার্থক্য। আমরা অনেকেই google করে থাকি যে আলিয়া এবং কওমি মাদ্রাসার মধ্যে পার্থক্য কি?
তো আপনাদের উদ্দেশ্যে আজকের আর্টিকেল টি লিখা।
আলিয়া
আলিয়া মাদ্রাসা হল সাধারণ এবং ইসলামী শিক্ষার সমন্বয় এক (প্রতিষ্ঠান) যা সরকারি কিংবা অর্ধ সরকারি হিসেবে বিবেচিত।
কওমি
কওমি মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দের মূলনীতি অনুসরণ করে এক ইসলাম শিক্ষা প্রতিষ্ঠা। যা সম্পূর্ণ বেসরকারি এবং মুসলিম উম্মাহের অনুদানের উপর নির্ভর।
আপনার জিজ্ঞাসা
আলিয়া ও কওমি মাদ্রাসার পার্থক্য কি?
কওমি এবং আলিয়া মাদ্রাসার মধ্যে পার্থক্য রয়েছে বেশ কিছু। তার মধ্যে অন্যতম পার্থক্য গুলো নিম্নে দেওয়া হলঃ
- বেশিরভাগ আলিয়া মাদ্রাসা সরকারি হয়ে থাকে আর সকল কর্মী মাদ্রাসা বেসরকারি।
- সিলেবাস গত দুই মাদ্রাসার অনেক পার্থক্য রয়েছে।
- আলিয়া মাদ্রাসা যেহেতু সরকারি সেহেতু শিক্ষক নির্ধারণের ক্ষেত্রে সরকারি হাত থাকে কিন্তু কওমি মাদ্রাসার ব্যাপারটি ভিন্ন।
- কওমি মাদ্রাসার নারী এবং পুরুষ শিক্ষা কার্যক্রম আলাদা আলাদা প্রতিষ্ঠান হয়ে থাকে কিন্তু আলিয়া মাদ্রাসার ব্যাপারটি তার ভিন্ন।
- আলিয়া মাদ্রাসায় রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে কওমি মাদ্রাসায় রাজনীতি সম্পূর্ণ নিষেধ।
- আলিয়া মাদ্রাসায় শরীয়তের নিয়ম কানুন কিছুটা লাগবো হলেও কওমি মাদ্রাসায় খুব করা।
আলিয়া মাদ্রাসার প্রধান কে কি বলে?
দাখিল মাদ্রাসার প্রধান কে সুপার বলা হয়।
কওমি মাদ্রাসার প্রধান কে কি বলা হয়?
কওমি মাদ্রাসার প্রধান শিক্ষককে মুহতামিম কিংবা মুহতামিমা বলা হয়।
পরিশেষ
আমরা আলিয়া ও কওমি মাদ্রাসার পার্থক্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আই হোপ আমাদের ছোট্ট আর্টিকেল এর মাধ্যমে দুই মাদ্রাসার কিছু পার্থক্য আপনাদের বুঝে এসেছে।
দেখুনঃ
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ
বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা