বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা সমূহ 2024
আসসালামালাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা সম্পর্কে। আপনি হয়তো আপনার কিংবা আপনার পরিবারের কারোর জন্য বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসা কোনটি তা সন্ধান করছেন তাই না?
যদি তাই হয় তাহলে আজকের POSTSBD এই আয়োজন শুধুই আপনার জন্য। কারণ আমরা আজকে আপনাকে পরিচয় করিয়ে দিতে চলেছি বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসা সমুহের সাথে। এবং পাশাপাশি আপনাকে প্রত্যেকটি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় দেয়ার চেষ্টা করব। যেন প্রাথমিক একটি ধারণা পান।
আমাদের পোষ্টের প্রথম দিকে প্রত্যেকটি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পাশাপাশি শেষ দিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। একটু সময় নিয়ে পুরো আর্টিকেলটি পড়ুন। তাতে আপনার প্রত্যেকটা মাদ্রাসার পরিপূর্ণ ধারণা চলে আসবে। ইনশাল্লাহ।
এক নজরে বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা ১০ টি
- হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম
- মেখল মাদ্রাসা চট্টগ্রাম
- রশিদিয়া মাদ্রাসা ফেনী
- বসুন্ধরা মাদ্রাসা ঢাকা
- ঢালকনগর মাদ্রাসা ঢাকা
- মাদানীনগর ঢাকা
- ইউনুসিয়া মাদ্রাসা বি-বাড়িয়া
- বরুড়া মাদ্রাসা কুমিল্লা
- ফুলছোয়া মাদ্রাসা চাঁদপুর হাজিগঞ্জ
- রহমানিয়া মাদ্রাসা ঢাকা
আমাদের আর্টিকেলের সীমাবদ্ধতা যেহেতু মাত্র ১০ এর মধ্যে, সে হতো বাংলাদেশে আরো অসংখ্য ভালো কওমি মাদ্রাসা থাকা সত্ত্বেও। আমাদের আর্টিকেলে উল্লেখ করা সম্ভব হয়নি।
আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র হিসেবে আমার জানা এবং বড়দের কাছ থেকে শোনা অগণিত কওমি মাদ্রাসা গুলোর মধ্য থেকে মাত্র ১০ টি তুলে ধরলাম।
বিশেষ দ্রষ্টব্যঃ ওপরে উল্লেখিত মাদ্রাসা গুলো ক্রমিক নং ও কোন মাদ্রাসাকে অপর মাদ্রাসা থেকে ছোট বড় করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই।
পরুনঃ
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা
সেরা কওমি মাদ্রাসা সমূহের ডিটেলস
(1) হাটহাজারী মাদ্রাসা
পুরো নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। সংক্ষেপে ব (হাটহাজারী মাদ্রাসা) বলা হয় ( স্থাপিত ১৯০১ ইং) এটি এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।
এক নজরে হাটহাজারী
- সংক্ষিপ্ত নাম হাটহাজারী মাদ্রাসা
- স্থাপিত (১৯০১)
- প্রতিষ্ঠাতা (আব্দুল ওয়াহেদ বাঙ্গালি,সুফি আজিজুর রহমান, হাবিবুল্লাহ কোরাইশী ও আব্দুল হামিদ)সাহেব(রহঃ)
- শিক্ষক (১১০)
- ছাত্র সংখ্যা (৮০০০+)
- অবস্থান (হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ)
(2) মেখল মাদ্রাসা
মেখল মাদ্রাসাটি হুজুরের বাড়ি মাদ্রাসা হিসেবেও প্রসিদ্ধ। কারণ মাদ্রাসাটির মূল উৎপত্তি মুফতি ফয়জুল্লাহ রহঃ এর বাড়ি থেকে শুরু।
পরিপূর্ণ দারুল উলুম দেওবন্দের মূলনীতিতে উক্ত মাদ্রাসাটি পরিচালিত হয় এবং যেকোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনে জড়িত থাকা ছাত্র এবং শিক্ষকের জন্য কঠোরভাবে নিষিদ্ধ।
এক নজরে মেখলঃ
- সংক্ষিপ্ত মেখল মাদ্রাসা
- স্থাপিত ১৯৩১ইং)
- প্রতিষ্ঠাতামুফতি ফয়জুল্লাহ রহঃ
- শিক্ষক (২৫+ জন আনুমানিক)
- ছাত্র সংখ্যা (৩৫০০+)
- অবস্থান (মেখল।হাটহাজারী, চট্টগ্রাম)
(3) রশিদিয়া মাদ্রাসা
(জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী) মাদ্রাসাটির পুরো নাম, রশিদিয়া মাদ্রাসাটি ফেনী কালিদাস পাহালিয়া নদীর তীরে লস্করহাটে অবস্থিত। ১৯৯৪ সালে রশিদ আহমদ লুদিয়া নবী রহঃ এর শিষ্য মুফতি শহিদুল্লাহ সাহেব দাঃবাঃ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং তরবিয়তি মাদ্রাসা সমূহের মধ্যে থেকে রশিদীয়া মাদ্রাসা অন্যতম। মাদ্রাসাটি যেন ৭ একর জায়গা নিয়ে এক জান্নাতের বাগান।
আমি কোন ভাবেই রশিদিয়ার বৈশিষ্ট্য লিখে শেষ করতে পারবো না। যার চক্ষুষ প্রমাণ আমি নিজেই। কারণ আমার উক্ত মাদ্রাসায় পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
এক নজরে রশিদিয়াঃ
- সংক্ষিপ্ত রশিদিয়া মাদ্রাসা
- স্থাপিত (১৯৯৪ ইং সালে)
- প্রতিষ্ঠাতা মুফতি শহিদুল্লাহ সাহেব দাঃবাঃ
- শিক্ষক (১৬০ (২০২৩))
- ছাত্র সংখ্যা (৬৫০০ (২০২৩ইং))
- অবস্থান (লস্করহাটে,ফেনী)
(4) বসুন্ধরা মাদ্রাসা
পুরো নাম ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ। বসুন্ধরা মাদ্রাসাটি ১৯৯১ সালে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান সাহেব।
মাদ্রাসা্টি দারুল ইফতা জন্য প্রসিদ্ধ। তাদের রয়েছে ইসলামি আইন ও ফতোয়া বিভাগ। এবং পাশাপাশি উচ্চতার হাদিস ,তাফসির এবং তাকমীল ও ফজিলত বিভাগ । আরো রয়েছে হেফজুল কোরআন বিভাগ।
এক নজরেবসুন্ধরাঃ
- সংক্ষিপ্ত বসুন্ধরা মাদ্রাসা
- স্থাপিত (১৯৯১ ইং সনে)
- প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান সাহেব দাঃবাঃ
- অবস্থান (বসুন্ধরা, ঢাকা)
(5) ঢালকনগর মাদ্রাসা
(বাইতুল উলুম ঢালকানগর) মাদ্রাসারটির পুরো নাম। মাদ্রাসাটির প্রতিষ্ঠাকাল ১৯৮৯ ইং সনে, প্রতিষ্ঠাতা মুফতি জাফর আহমদ দাঃ বাঃ। ঢালকনগর মাদ্রাসা সব সময়ই বেফাক পরীক্ষায় সকল মাদ্রাসার শীর্ষে থাকে। সুতরাং বোঝা যায় যে এই মাদ্রাসার পড়ালেখার মান কত উচ্চাঙ্গের।
সংক্ষেপে ঢালকনগরঃ
- সংক্ষিপ্ত ঢালকনগর
- স্থাপিত ( ১৯৮৯ ইং)
- প্রতিষ্ঠাতা মুফতি জাফর আহমদ দাঃ বাঃ
- অবস্থান (ঢালকানগর, ঢাকা)
(৬) মাদানীনগর ঢাকা
পুরো নাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর। মাদ্রাসাটি অবস্থিত ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের উত্তর পাশে। এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিতে মাদ্রাসাটি পরিচালিত। আল্লামা সন্দ্বীপি রহঃ ১৯৮৪ ইং সালে প্রতিষ্ঠা করেন।
সংক্ষিপ্ত মাদানীনগর মাদ্রাসাঃ
- স্থাপিত (৩১শে ডিসেম্বর ১৯৮৪ ইং)
- প্রতিষ্ঠাতা ইদ্রিস সন্দ্বীপি রহঃ
- অবস্থান (সিদ্ধিরগঞ্জ ,নারায়ণগঞ্জ ,ঢাকা)
(৭) ইউনুসিয়া মাদ্রাসা
মূল নাম জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া। সবচেয়ে প্রসিদ্ধ নাম ইউনুসিয়া মাদ্রাসা। ইউনুসিয়া মাদ্রাসা বাংলাদেশের প্রসিদ্ধ কওমি মাদ্রাসা সমূহের মধ্য থেকে একটি। প্রতিষ্ঠাতা আল্লামা আবু তাহের মুহাম্মদ ইউনুস রহঃ।
অতঃপর ১৯১৪ সালে ওনার নামেই মাদ্রাসাটির নামকরণ করা হয়। এর ওই ধারাবাহিকতায় ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব, আল্লামা রিয়াজাতুল্লাহ গাছতলা ,আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর এবং মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ দায়িত্ব পালন করে আসছিলেন।
জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা টি ১৯৯৮ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় অধিকাংশ মাদ্রাসা গুলোকে নিয়ন্ত্রণ করে আসছে।
এক নজরে ইউনুসিয়াঃ
- সংক্ষিপ্ত ইউনুসিয়া মাদ্রাসা
- স্থাপিত ( ১৯১৪ ইং )
- প্রতিষ্ঠাতা আবু তাহের মুহাম্মদ ইউনুস রহঃ
- শিক্ষক (৬০প্রায়))
- ছাত্র সংখ্যা (৩০০০+)
- অবস্থান (ব্রাহ্মণবাড়িয়ার ,বাংলাদেশ)
(৮) বরুড়া মাদ্রাসা কুমিল্লা
কুমিল্লা জেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসার নাম হল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া যার সংক্ষেপে বরুড়া দারুল উলুম মাদ্রাসা।
এই মাদ্রাসাটি বরুড়া পুরাতন মাদ্রাসা নামেও প্রসিদ্ধ। অবস্থান হল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উপসহরে।
১৯০৯ সালে বাংলাদেশের বৃহত্তম অন্যতম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা আল্লামা আফতাব উদ্দিন রহঃ।
বরুড়া দারুল উলুম মাদ্রাসাটি মাওলানা কারী ইব্রাহীম রহঃ (উজানীর পীর) তিনার নির্দেশে, খলিফা আফতাব উদ্দিন রহঃ ১৩২৭ হিজরিতে ( ইংরেজি ১৯০৯ সালে) প্রতিষ্ঠা করেন।
বরুড়া মাদ্রাসাটি পরবর্তীতে বর্তমান ঠিকানা বরুড়া উপজেলা শহরে স্থানান্তর করা হয়। এবং দারুল উলুম দেওবন্দ এর শিক্ষা ও ইসলামী শিক্ষা বিপ্লবের এক মহান সূত্রপাত ঘটায়।
সংক্ষিপ্তঃ
- স্থাপিত (১৯০৯ ইং ১৩২৭ হিজরি)
- প্রতিষ্ঠাতা আফতাব উদ্দিন রহঃ
- অবস্থান (কুমিল্লা ,বরুড়া )
(৯) ফুলছোয়া মাদ্রাসা
এক নজরে ফুলছোয়া মাদ্রাসাঃ
- সংক্ষিপ্ত ফুলছোয়া মাদ্রাসা
- স্থাপিত (১৯৯৫)
- প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আবু সাঈদ দাঃবাঃ
- শিক্ষক (৫৯)
- ছাত্র সংখ্যা (১৪০০+)
- অবস্থান (চাঁদপুর, হাজিগঞ্জ)
(১০) রহমানিয়া মাদ্রাসা ঢাকা
পুরো নাম জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা। মাদ্রাসাটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি কওমি মাদ্রাসা।
রহমানিয়া মাদ্রাসাটি ১৯৮৬ ইং সালে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহঃ প্রতিষ্ঠা করেন ঢাকা মোহাম্মদপুরে।
এক নজরে রহমানিয়া মাদ্রাসাঃ
- সংক্ষিপ্ত রহমানিয়া মাদ্রাসা
- স্থাপিত (১৯৮৬ ইং)
- প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রহঃ
- শিক্ষক (৬২)
- ছাত্র সংখ্যা (২০০০+)
- অবস্থান (ঢাকা, মোহাম্মদপুর)
আপনার জিজ্ঞাসা
বাংলাদেশের সবচেয়ে ভালো কওমি মাদ্রাসা কোনটি
আসলে বাংলাদেশের সবচেয়ে ভালো মাদ্রাসা কোনটি এ তা শুধু একটি মাদ্রাসার ওপর বলা সম্ভব নয়। কারণ বাংলাদেশের এরকম আরো হাজারো ভালো মাদ্রাসার রয়েছে।
যেগুলোর মধ্যে থেকে মাত্র দশটি আমি উল্লেখ করেছি। আপনি চাইলে যেকোনো একটি কে আপনার নিজের জন্য অথবা পরিবারের কারো জন্য সিলেক্ট করতে পারেন। তবে এই দশটির বাহিরে ও আরো অসংখ্য ভালো এবং সেরা মাদ্রাসা রয়েছে।
বাংলাদেশের সবচেয়ে সেরা মাদ্রাসা কোনটি
বাংলাদেশের সবচেয়ে সেরা মাদ্রাসা হিসেবে হাটহাজারী মাদ্রাসার প্রসিদ্ধ।
চট্টগ্রাম কওমি মাদ্রাসার তালিকা
নিম্নে চট্টগ্রামের সেরা কিছু মাদ্রাসার তালিকা দেওয়া হলঃ
- হাটহাজারী মাদ্রাসা
- মেখল মাদ্রাসা
- পটিয়া মাদ্রাসা
- পাহাড়িয়া মাদ্রাসা
ফেনী কওমি মাদ্রাসার তালিকা
নিম্নে ফেনীর কিছু সেরা মাদ্রাসার তালিকা দেওয়া হলঃ
- জামিয়া রশিদীয়া ফেনী
- ওলামা বাজার মাদ্রাসা
কওমি মাদ্রাসার তালিকা ঢাকা
ঢাকার কিছু সেরা মাদ্রাসা
- যাত্রাবাড়ী মাদ্রাসা
- মাদানীনগর মাদ্রাসা
- ঢালক নগর মাদ্রাসা
- জামিয়া ইব্রাহিমিয়া
- জামিয়া আশরাফিয়া
হাটহাজারী মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
- হাটহাজারী মাদ্রাসা ১৯০১ ইং সালে প্রতিষ্ঠিত হয়
হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?
- হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা (আব্দুল ওয়াহেদ বাঙ্গালি,হাবিবুল্লাহ কোরাইশী ,সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদ)সাহেব(রহঃ)
হাটহাজারী মাদ্রাসা কোথায় অবস্থিত?
- হাটহাজারী মাদ্রাসা (হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ) এ অবস্থিত
হাটহাজারী মাদ্রাসার ছাত্র সংখ্যা ২০২৩
- হাটহাজারী মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ৮০০০+
জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী কত সালে প্রতিষ্ঠিত হয়?
- জামিয়া রশিদিয়া মাদ্রাসা (১৯৯৪ ইং সালে) প্রতিষ্ঠিত হয়
জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী প্রতিষ্ঠাতা কে?
- রশিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শহিদুল্লাহ সাহেব দাঃবাঃ
শেষ কথা
আজকের আর্টিকেলে বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা সমূহের একটি লিস্ট দেয়ার চেষ্টা করছি, আশা করি আর্টিকেলটি পড়ে দেশের সেরা ১০ টি কওমি মাদ্রাসার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।