দেশের সেরা ১০ টি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা শেয়ার করতে চলেছি দেশের ভালো কিছু ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা সমূহ।
অনেকেই সন্তানদেরকে ইসলামিক এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান। তাদের জন্য মিডিয়াম মাদ্রাসার তুলনা হয় না। কারণ এই মাদ্রাসাগুলোতে আরবি এবং জেনারেল পাঠ্যবইগুলোতে সমানভাবে গুরুত্ব দেয়া হয়ে থাকে।
ভূমিকা
English Medium Madrasa গুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি বিষয়গুলোতে ও সমানতালে গুরুত্ব আরোপ করা হয়। যা সাধারণত অন্যান্য ক্যাডেট কিংবা কওমি ও আলিয়া মাদ্রাসাগুলোতে দেখা যায় না। এই মাদ্রাসাগুলোর লক্ষ্যবস্তু হলো ইসলামী রীতিনীতি কঠোরভাবে উপলব্ধি করার পাশাপাশি বাচ্চাদেরকে যোগের বর্ধমান পরিস্থিতির সাথে সুন্দর ভাবে সজ্জিত করা। যার ফলে দুনিয়াবী এবং ওখরবি উভয় দিক দিয়ে বাচ্চারা সমান তালে অগ্রসর হতে পারে।
ইংলিশ মিডিয়াম মাদ্রাসার গুরুত্ব
আধুনিক এই জামানায় English Medium Madrasa গুলি উচ্চশিক্ষা এবং পেশাগত ক্যারিয়ার অর্জনে খুব বেশি ভূমিকা পালন করছে। এই মাদ্রাসা গুলি অভিভাবকদের পছন্দের কাতারে প্রথম হওয়ার কারণ হল তাতে ইসলামী ও আরবি পাঠ্যক্রমের সাথে ইংরেজির দিকেও সমানতালে গুরুত্ব দেওয়া হয়।
যেভাবে আমরা মাদ্রাসা গুলোকে নির্বাচন করেছি
একটি প্রতিষ্ঠান নির্বাচনার্থে যে বিষয়গুলো সাধারণত বিবেচিত হয়। তারই ধারাতে আজকের পোষ্টের দেশের সেরা ১০ টি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা তালিকা সমূহ গুলিকে আমরা বিবেচনা করেছি।
যেমন
- অবস্থান
- ক্যাম্পাস
- ফেসিলিটি
- শিক্ষার্থীদের যথাযথ মূল্যবোধ
- পাঠ্য কার্যক্রম
ইত্যাদি ইত্যাদি।
ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা
আইডিসি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা।
IDC English Medium Madrasha একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদেরকে আখেরাত এবং দুনিয়াবী ক্যারিয়ার গড়তে সাহায্য করে। মাদ্রাসাটিতে ছেলে এবং মেয়ে ও ওই শ্রেণীর বাচ্চারা অধ্যায়ন করতে পারে।
প্রতিষ্ঠানটিতে। নূরানী, নাজেরা, হেফজুল কোরআন, প্লে থেকে দশম, এবং তাকমীল ও ফতুয়াগার রয়েছে।
অবস্থানঃ বাড়ি খা ৬৫/৫ দিলু ভবন, শাহজাদপুর, গুলশান, ঢাকা ১২১২
উইজডম একাডেমি।
উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান সমানভাবে গুরুত্ব আরোপ করার পাশাপাশি, সততা, সহশীলতা, বিশ্বস্ততা এবং ছাত্র গড়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
অবস্থানঃ সাতমসজিদ রোড (শঙ্কর প্লাজার বিপরীতে) বাড়ি # 40, রোড # 14/A, , ধানমন্ডি, ঢাকা।
ফোন:০১৭১১-৩৩২১৫৮,০১৯৪৭-৫১২৬৫৭
অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল (মাদ্রাসা)
Averroes International School (Madrasha) বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান। একটি ব্যতিক্রমিক প্রতিষ্ঠান যেখানে আরবি জেনারেল সমন্বিত ভাবে শিক্ষার্থীদেরকে যোগ উপযোগী করে তোলে।
যোগাযোগঃ
মেইলঃ[email protected]
ফোনঃ 01954-123123
অবস্থান: লালমাটিয়া, মোহাম্মদপুর,বাড়ি# ৭/১৬, ব্লক# বি, ঢাকা, বাংলাদেশ।
তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল (মাদ্রাসা)।
যোগাযোগঃ
ফোন:০১৪০১-১০১৪০৫/০১৭৫২-৩২০৬৬১
অবস্থান: সেক্টর # 13, রোড # 07, বাড়ি # 42 উত্তরা, ঢাকা-1230
Tanzimul Ummah সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, সিলেট।
English Medium Madrasha Sylhet মাদ্রাসাটি অল্প দিনে অনেক বেশি সুনাম করে আসছে। এই মাদ্রাসাতেও রয়েছে আরবের পাশাপাশি জেনারেলের প্রতি জোরদার তাগিদ।
যোগাযোগঃ ০১৬৮০-৫৯২৪৪৪
অবস্থান: আল মদিনা হাউস, C18/2, নোয়াপাড়া, আখালিয়া, সিলেট, বাংলাদেশ
আল হাসনাইন মাদ্রাসা।
মাদ্রাসাটি পরিবেশগত এবং শিক্ষাক্রমগত খুবই ঊর্ধ্বগতি। Al Hasnain Madrasha মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীরা হাফেজ আলীম এর পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে।
যোগাযোগঃ
অবস্থান: রোড নং 6, কসমোপলিটন আবাসিক এলাকা, চট্টগ্রাম, বাংলাদেশ
যোগাযোগঃ০১৮৪৭-৪২২৭৫০/০১৮৪৭-৪২২৭৫৫
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা রংপুর।
এখানে ক্লিক করুন।
তানযীমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল।
জানতে এখানে ক্লিক করুন।
ব্রিটিশ ইসলামিক প্রাথমিক বিদ্যালয় (মাদ্রাসা)।
The British Islamic Elementary একটি নিরাপদ এবং শহরের প্রাণকেন্দ্রের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যা ইসলামের কৃষ্টি কালচার মুসলিম উম্মা এর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
টেলিফোন: 01731296890, 01974495493
অবস্থান: 259 বড় মগবাজার, রমনা, ঢাকা, 1217, বাংলাদেশ
নিবরাস মাদ্রাসা।
দেশের আরও একটি সুনামধন্য ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান হল Nibras Madrasha যেথায় আরবি বাংলা সমন্বয় শিক্ষার্থীদের কে সঠিকভাবে গুরুত্ব আরোপ করা হয়।
ফোন: ০১৯০৯-৯৯৫৫৫৫
অবস্থান: বাড়ি নং 1 রোড নং 5 ব্লক-ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা
প্রশ্নোত্তর
ক্যাডেট মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম মাদ্রাসার মধ্যে পার্থক্য কি?
ক্যাডেট মাদ্রাসা গুলোতে জেনারেল পাঠ্য বইগুলো থেকে আরবির প্রতি বেশি গুরুত্ব দেয়া হয় আর মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসাগুলোতে উভয়টি তে সমান তালে গুরুত্ব দেওয়া হয়।
তবে একমাত্র আরবি শেখার ক্ষেত্রে ক্যাডেট মাদ্রাসা গুলোর তুলনা হয় না।
ইংলিশ মিডিয়াম মাদ্রাসা গুলোর খরচ কেমন?
প্রাথমিক ভর্তি ১০ থেকে ১৫ হাজার। এবং মাসিক খরচ দের থেকে দুই হাজার টাকা আনুমানিক।
শেষ কথা
আমাদের ছোট আর্টিকেলে দেশের সেরা ১০ টি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা এবং তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার যথাযথ চেষ্টা করেছি। আপনারা যদি নিত্যনতুন এরকম আর্টিকেল পেতে চান postsbd কে ফলো করতে ভুলবেন না।
দেখুনঃ
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ