মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা কওমি ও আলিয়া Madrasa Certificate

আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে মাদ্রাসার প্রত্যয়ন পত্র google এ অনুসন্ধান করে থাকি যেমনটা কিছুদিন পূর্বে আমিও করেছিলাম। দুঃখজনক হলেও সত্য, কোন ভাবেই আমি মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা খুঁজে পাচ্ছিলাম না।
তাই আজ আমি আলিয়া এবং কওমি মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা ও লেখার নিয়ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
প্রত্যয়ন পত্র
প্রত্যয়ন শব্দটি বাংলা ভাষায় ব্যবহৃত হয় ইংরেজিতে Attested copy বা সত্যায়িত কপি বলা হয়, যা কোন নিশ্চিত তথ্য বা সত্যায়িতা প্রদান করার জন্য ব্যবহৃত হয়।
এবং এটির বিশেষ কাজ হল অনিশ্চিত কিংবা সন্দেহ ভাজন অবস্থা থেকে বেরিয়ে আসা অথবা কোন কিছুর সত্যায়িতা তৈরি করা।
উদাহরণস্বরূপ
ধরুন আপনাকে আপনার প্রতিষ্ঠানের সত্যায়িতা প্রদান করার প্রয়োজন হলো এই মর্মে যে আপনি আপনার প্রতিষ্ঠানের ছাত্র। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র যা আপনাকে উত্ত প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে প্রমাণ করবে।
আরো সহজ ভাবে যদি বলি
১/ ধরুন আপনি হাটহাজারীতে কোন ধরনের ইন্টারভিউ ছাড়া দাওরা হাদিস ভর্তি হতে চাচ্ছেন। সেক্ষেত্রে হাটহাজারীর সম্পর্কিত যে মাদ্রাসাগুলো রয়েছে (যেমন জামিয়া রশিদিয়া / মেখল ইত্যাদি )
সেই মাদ্রাসাগুলোর কোন একটির প্রত্যয়ন পত্র যদি আপনার কাছে এই মর্মে থাকে, যে আপনি উক্ত মাদ্রাসাগুলোর কোন একটি থেকে মিশকাত জামাত কামিয়াবির সাথে সাথে উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য।
তাহলে আপনাকে কোন ধরনের ইন্টারভিউ ছাড়াই হাটহাজারী ভর্তি নিয়ে নিবে।
২/ অথবা আপনি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলবেন সেক্ষেত্র ও আপনার প্রতিষ্ঠানের Attested copy তথা প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে।
মাদ্রাসার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম Madrasa Certificate
এটি সাধারণত প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যক্তিগত সিলমহর সহ পেইড থাকে। তা না থাকলে আপনি অফসেট কাগজে লিখে কাজ সেরে ফেলতে পারবেন। প্রত্যয়ন পত্র লেখার নিয়ম আমরা নিম্নে তুলে ধরেছি।
- মাদ্রাসার নাম
- প্রতিষ্ঠানের ঠিকানা
- নিজের নাম
- পিতার নাম
- মাতার নাম (অপশনাল)
- জন্ম
- গ্রাম/থানা/জেলা/পোস্ট অফিস
- ভোটার আইডি নং যদি থাকে
উল্লিখিত বিষয়গুলো গুছিয়ে লেখার পর।
- উক্ত প্রতিষ্ঠানে কত ইং থেকে কত ইং পর্যন্ত অধ্যায়নরত ছিলেন তা লিখবেন
- অথ পর লিখবেন আমার জানামতে তিনি রাষ্ট্র বা সমাজবিরোধী কোনো কার্যকলাপে জড়িত নেই।
- সর্বশেষঃ স্বাক্ষর/ সিলমোহর।
আপনি উপর উল্লেখিত নিয়ম অনুযায়ী চাইলে সুন্দর করে একটি প্রত্যয়ন পত্র লিখে ফেলতে পারেন। এরপরও আপনাদের সুবিধার্থে আমরা নমুনা স্বরূপ প্রত্যয়ন পত্র লিখার ধরন নিম্ন উল্লেখ করেছি চাইলে দেখতে পারেন।

কওমি মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা
জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী
লস্করহাট, ফেনী, চট্টগ্রাম
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, নাম…………………., পিতা…………………., মাতা…………………., জন্ম:………………….ইং, গ্রাম…………………., থানা…………………., জেলা………………….,পোস্ট অফিস…………………., আইডি নং…………………., সে আমার প্রতিষ্ঠানে…………………., ইং থেকে এ পর্যন্ত অধ্যায়নরত রয়েছেন, আমার জানামতে তিনি রাষ্ট্র বা সমাজবিরোধী কোন কার্যকলাপে জড়িত নেই।
আমি তাহার সর্বাঙ্গীণ শুভ কামনা করছি।
স্বাক্ষর
সিলমোহর
উল্লেখিত নমুনাটি ব্যাংক পাসপোর্ট কিংবা বিভিন্ন সরকারি জরুরী খাদে ব্যবহার করা যেতে পারে। এখন আরও একটি নমুনা দেখব যার মাধ্যমে ইন্টারভিউ ছাড়া ডাইরেক্ট ভর্তি হওয়া যায়।

কওমি মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা ভর্তির জন্য
জামিয়া রশিদিয়া ফেনী
লস্করহাট, ফেনী
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে,
নাম……..………………..,…, পিতা…………….…………..,
গ্রাম…………………………., থানা…………..……………..,
জেলা………………………….,পোস্ট অফিস………….………………,
আইডি নং…………………………., জন্ম:………………………….ইং,
রোল নং……………….., এই মাদ্রাসায়…………………….ইং শিক্ষাবর্ষে
………..…………………. শ্রেণীতে অধ্যায়ন করেছে। তার শিখন মূল্যায়ন সন্তোষজনক। সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য।
আমি তার সর্বাঙ্গীর সাফল্য কামনা করছি।
সিল মোহর মুহতামিম এর স্বাক্ষর
উল্লেখিত পত্রের নমুনায় চাইলে আরো কিছু সংযোজন করতে পারেন যেমনঃ
গড় নাম্বার / নাজেমে তালিমাতের স্বাক্ষর কিংবা রাষ্ট্র বা সমাজবিরোধী কোন কার্যকলাপে জড়িত নেই এই বিষয়টিও।
তবে তাছাড়াও একটি প্রত্যয়ন পত্র পূর্ণাঙ্গ হয়ে যায়।

আলিয়া মাদ্রাসার প্রত্যয়ন পত্র নমুনা
উপরে লিখিত প্রত্যয়ন পত্রর প্রথম নমুনাটি যে কোন প্রতিষ্ঠান এর জন্য কার্যকর। তাছাড়া আপনি যদি আলিয়া পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রত্যয়ন পত্র লিখতে চান সেই ক্ষেত্রে নিম্ন উল্লেখিত নমুনাটি ফলো করতে পারেন।
প্রত্যয়ন পত্র
মাদ্রাসার নাম……………………………………………………………………….
থানা……………………………………… জেলা…………………………………..
সিরিয়াল নং……………
তারিখ……………….
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, নাম………… পিতা……………… মাতা……………. গ্রাম………… ডাকঘর………… উপজেলা………… জেলা………… জন্মতারিখ………… রোল নং…………এই মাদ্রাসায়…………………….ইং শিক্ষাবর্ষে
………..…………………. শ্রেণীতে অধ্যায়ন করেছে। তার শিখন মূল্যায়ন সন্তোষজনক। সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য।
আমি তার সর্বাঙ্গীর সাফল্য কামনা করছি।
স্বাক্ষর
সিলমোহর
শেষ কথা
আমি সাদী যথাযথ প্রত্যয়ন পত্র লেখার নমুনা ও নিয়ম সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি আর্টিকেল উপহার দিতে সর্বাধিক চেষ্টা করেছি আশা করি আমাদের আজকের আর্টিকেলটি প্রতিটি সাথি ভাইয়ের কাজে আসবে ইনশাল্লাহ।
আরো জানুনঃ মাদ্রাসার বিদায় অনুষ্ঠানের বক্তব্য কিভাবে দিতে হয়
এরপরেও যদি কোথাও কোন সংযোজন কিংবা বিয়োজন এর প্রয়োজন বলে মনে হয় সে ক্ষেত্রে অবগত করলে উপকৃত হব।
দেখুনঃ
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা
কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ